এম আবুহেনা সাগর,ঈদগাঁও
তৃনমুল পর্যায়ে সংগঠনকে গতিশীলও শক্তিশালী
এবং সাংগঠনিক স্থবিরতা দূর করে ৯০টি ওয়ার্ড সম্মেলন সমাপ্ত করতে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ। ২ অক্টোবর ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্টানিক যাত্রা হচ্ছে।
গত ৩০ সেম্পেম্বর সদর কমিটির বর্ধিত সভায় স্ব স্ব ইউনিয়নে সভা করার সিদ্বান্ত গৃহীত হয়। তৎমধ্য ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ৩ অক্টোবর,পোকখালী আ,লীগ ৩ অক্টোবর, ইসলামাবাদ আ,লীগ ৪ অক্টোবর,জালালাবাদ আ,লীগ ৪ অক্টোবর,ঈদগাঁও আ,লীগ ২ অক্টোবর,চৌফলদন্ডী আ,লীগ ৫ অক্টোবর, পিএম খালী আ,লীগ ৫ অক্টোবর,ঝিলংঝা আ,লীগ ১০ অক্টোবর,ভারুয়াখালী আ,লীগ ৫ অক্টোবর এবং খুরুশকুল আ,লীগ ১০ অক্টোবর সভা করতে যাচ্ছে।
এ ব্যাপারে সদর আ,লীগের দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ সাথে কথা হলে তিনি জানান, সদর উপজেলা আ,লীগ সভাপতি/সাধারন সম্পাদক এর সার্বিক তত্তাবধানে ৯০টি ওর্য়াড়ে সম্মেলন সমাপ্ত করনের লক্ষে মাসব্যাপী সাংগঠনিক তৎ পরতা শুরু হচ্ছে আজ থেকে।
মন্তব্য করুন