মাহাবুবুর রহমান.
কয়েক বছর আগেও কক্সবাজারের মূল শহরে বড় বড় লরী গাড়ি আসতো না। কারন শহরের রাস্তা অনুপাতে লরী গুলো খুবই বড়। একটি লরী রাস্তায় দাড়ালে আর কোন গাড়ী পারাপার হতে পারে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রায় সময় দিনের বেলায় বড় বড় লরী গাড়ি গুলো শহরের ভেতরে ঢুকে পড়ছে। আর বেশির ভাগ সময় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় দাড় করিয়ে রাখে। ফলে অত্যন্ত ব্যাক্ত এই সড়কে প্রায় সময় লেগে থাকে যানজট।তবে খোঁজ নিয়ে জানা গেছে প্রতিটি লরী গাড়ী দিনের বেলায় শহরে ঢুকতে ট্রাফিক পুলিশ এবং শ্রমিক নেতাদের মিলিয়ে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। মূলত টাকা লোভেই দিনের বেলায় এই বড় লরী গাড়ী গুলো ঢুকায় প্রশাসন। এদিকে বেশ কয়েকজন সাধারণ মানুষ বলেন,লরী গুলোতে প্রয়োজনীয় মালামাল বা নিত্যপন্য সামগ্রি থাকে। সেটাও আমাদের প্রয়োজন কিন্তু সে গুলো যদি রাতের বেলায় আনা নেওয়া করা যেত তাহলে যানজট কমতো। আর প্রশাসনের পক্ষ থেকে একটি সিদ্ধান্তও ছিল দিনের বেলায় কোন বড় গাড়ী শহরে ঢুকবে না। কিন্তু কতিপয় শ্রমিক নেতা এবং ট্রাফিক পুলিশ মিলে দিনের বেলায় সে সব গাড়ী ঢুকিয়ে শহরে যানজট বাড়াচ্ছে।
মন্তব্য করুন