নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবাসহ কক্সবাজার জেলার উখিয়া হতে সিএনজি যোগে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৫ আগষ্ট ২০১৯ খ্রিঃ আনুমানিক ২০.৫০ ঘটিকায় অস্থায়ী র্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল মেজর মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে কক্সবাজার জেলার সদর থানাধীন বেতার ভবনের সামনে কক্সবাজার-টেকনাফ এর পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনার সময়ে একটি সিএনজিকে থামানোর জন্য সংকেত দিলে উক্ত সিএনজি থেকে ০২ (দুই) জন লোক সিএনজি থেকে নেমে কৌশলে পালানোর সময় আসামী (১) আঃ করিম (২৩), পিতা-উলা মিয়া, মাতা- রেহানা বেগম, সাং-রোহিঙ্গা ক্যাম্প-৪, বড়ইতলা, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, (২) মোঃ আনোয়ার হোসেন (২১), পিতা-সৈয়দ করিম, মাতা-রফিকা, সাং-বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প-৪, ব্লক-বি/২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের ধৃত করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (৪০০০ল্প৫০০)=২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান।
মন্তব্য করুন