প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারে আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে বাংলা ফাউন্ডেশন। আগামী ৪ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সহযোগিতা করছে কক্সবাজার জেলা প্রশাসন।
অনুষ্ঠানে আবৃত্তি করবেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা ও মুনিরা ইউসুফ মেমী। গান পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এছাড়াও প্রশাসন, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। এতে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।
মন্তব্য করুন