মাহাবুবুর রহমান.
কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেকের বলী খেলা অনুষ্টিত হবে আগামী ৩ ও ৪ মে শুক্র এবং শনিবার। এছাড়া ২ মে বৃহস্পতিবার থেকে বৈশাখী মেলা অনুষ্টিত হবে বলে জানিয়েছেন বলী খেলা আয়োজন কমিটির সদস্য সচিবও জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাউন্সিলার হেলাল উদ্দিন কবির। তিনি জানান,ইতি মধ্যে কক্সবাজারের এই ঐতিহ্যবাহী বলী খেলা উপলক্ষে প্রচার প্রচরাণা এবং বলীদের আমন্ত্রন জানানো শুরু হয়েছে। এবং বলী খেলা এবং বৈশাখী মেলার আনুষ্টনিক নিলাম হয়ে গেছে। এদিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু বলেন,ডিসি সাহেবের নামে এই বলী খেলা জেলা ক্রীড়া সংস্থার একটি গুরুত্বপূর্ন আয়োজন। এই বলী খেলা হবে ৬৩ তম আসর। ১৯৫৬ সালে সৎকালীন মহকুমা প্রশাসক এই বলী খেলার গুড়াপত্তন করেন। তখন থেকে এই বলী খেলা এই অঞ্চলের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে আসছে। এদিকে জেলা ক্রীড়া সংস্থার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেন তারা নির্বাচিত প্রতিনিধি হলেও তাদের কে জেলা ক্রীড়া সংস্থার এই গুরুত্বপূর্ন আয়োজনে ভাল ভাবে মূল্যায়ন করা হয়নি। তাই অনেকে এই বলী খেলাকে বয়কট করার কথা জানান। এদিকে ইয়াবা সংশ্লিষ্ঠতার কারনে বলী খেলায় অংশ নিতে পারছেনা দেশ সেরা দিদার বলী।
মন্তব্য করুন