কক্সবাজার রিপোর্ট
কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলা স্থহিত করা হয়েছে। ঘূর্ণিঝড় ফনী নিয়ে সাবধানতা অবলম্বনের কারনে ৩ ও ৪ মে অনষ্টিতব্য বলী খেলা স্থগিত করা হয়েছে বলে জানান ডিসি সাহেবের বলী খেলা আয়োজক কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কাউন্সিলার হেলাল উদ্দি কবির। তিনি প্রতিবেদককে বলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আফসারের পরামর্শ ক্রমে ঘর্নিঝড় ফনী নিয়ে সাবধনে থাকার জন্য বলী খেলা স্থহিত করা হয়েছে। এবং পরবর্তি তারিখ আবার জানানো হবে বলে ও জানান তিনি।
মন্তব্য করুন