মাহাবুবুর রহমান.
১৯৯২ সাল থেকে ২০১৯ টানা ২৮ বছর ধরে পবিত্র ঈদের নামাজের ইমামতি করে আসছেন আলহাজ¦ মৌলানা মাহমুদুল হক। কক্সবাজারের প্রধান ঈদ জামাতে ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসা জেলার সর্বজন শ্রব্ধেয় বিশিষ্ট আলেমেদীন মৌলানা মাহমুদুল হক জেলার শহরের গুদারপাড়ার বাসিন্দা। তিনি পৌর শহরের গুদারপাড়া এলাকার মরহুম মৌলবী ফজলুর রহমানের সুযোগ্য সন্তান। কক্সবাজারের কৃতি ও গর্বিত সন্তান মৌলানা মাহমুদুল হক ১৯৯২ সাল থেকে কেন্দ্রীয় জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছেন মূলত সেই থেকে তিনি জেলার গুরুত্বপূর্ন এই দায়িত্বের পাশাপাশি ঈদ জামাতে ইমামতি করে আসছেন। এছাড়া তিনি বর্তমানে সীতাকুন্ড কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি লোহাগাড়া চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কক্সবাজারের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্টান হাসেমিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস হিসাবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। কক্সবাজার সহ সারা দেশের অগনিত আলেমের উস্তাদ এই বরন্য আলেমের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন জেলার সচেতন মহল।
মন্তব্য করুন