কক্সবাজার রিপোর্ট
কক্সবাজার উশু এসোসিয়েশনের উদ্দোগে ড্রেস ও বেল্ট প্রদান অনুষ্টান সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকালে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার হল রুমে অনুষ্টিত সভায় ২১ জন উশু খেলোয়াড়দের ড্রেস ও বেল্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা উশু এসোসিশনের সভাপতি জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন উশু এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এম এ মনির, জেলা ক্রীড়া অফিসার আফাস উদ্দিন,জেলা উশু এসোসিয়েশনের সহ সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান,সদস্য আবুল হাশেম,জাতীয় উশু খেলোয়াগ বেলাল আহাম্মদ,জিয়া উদ্দিন অনুষ্টানে পরিচালনা করেন জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম।
মন্তব্য করুন