কক্সঃ৭১ রিপোর্ট
নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফ হতে সিএনজি যোগে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১০ আগষ্ট ২০১৯ খ্রিঃ আনুমানিক ০৯.৩০ ঘটিকায় অস্থায়ী র্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজারে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনার সময়ে একটি সন্দেহভাজন সিএনজিকে থামানোর পর যাত্রীদের তল্লাশী করা কালীন সময়ে ইয়াবাসহ আসামী (১) ইয়াছমিন বেগম (২০), স্বামী- ইসমাইল সাং-আমতলী, ওয়ার্ড নং-২, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৯,৮০০ (ঊনিশ হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (১৯৮০০ল্প৫০০)= ৯৯,০০,০০০ (নিরানব্বই লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান সহকারী পুলিশ সুপার মোঃমাহামুদুল হাসান।
মন্তব্য করুন