মাহাবুবুর রহমান.
জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় প্রথম বারের মত অংশ গ্রহন করে বাজিমাত করেছে পর্যটন নগরী কক্সবাজার জেলা। ৩৫ জেলার হাজার খানেক প্রতিযোগিকে পেছনে ফেলে ৮ টি গোল্ড,৩ টি রুপা এবং ২ টি ব্রোঞ্জ পদক পেয়ে জাতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার জেলা ইয়োগাবিদরা। আর বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করেন জাতীয় ইয়োগা ফেডারেশনের সভাপতি ও পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার এবং সাধারণ সম্পাদক বিটিবির সাবেক মহাপরিচালক ম.হামিদ। ২৬ জুলাই ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের জিসমনেসিয়ামে অনুষ্টিত জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় কক্সবাজারের পক্ষে গোল্ডপদক পায় ছিদ্দিকুল ইসলাম,সাবিক হোসেন,মোহাম্মদ রুবেল,আবদুল্লাহ আল মামুন,তাহমিদা আলম আইরিন,কাজল মনি,অনামিকা,সাবরিনা। রুপ্য পদক লাভ করে চৈতি,এনায়েত,মোঃ ইরফান। এছাড়া ব্রোঞ্জ পদক লাভ করে মোঃ গিয়াস উদ্দিন,সাজ্জাদ হোসেন। এদিকে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়য়া অপু বলেন,প্রথম বারের মত অংশ করে ইয়োগাতে এত বড় সফলতা আমাদের জন্য সত্যি গৌরবের আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি। একই সাথে ইয়োগার জন্য ভবিষ্যতে আরো প্রশিক্ষন সহ সব কিছু করা হবে এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন