নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা বাজার সংলগ্ন পূর্বশিকদার পাড়া গ্রামের জনৈক আজিজ মিয়ার বাড়ীর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১০ মে ১৭:২০ ঘটিকায় নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানার উপরে বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী জিয়াউর রহমান @ আব্দুস সালাম (৩৮), পিতা-মৃত নজির আহম্মেদ, সাং-হ্নীলা পূর্ব শিকদার পাড়া, ৩নং ওয়ার্ড, ইউ/পি হ্নীলা, থানা টেকনাফ, জেলা-কক্সবাজার’কে হাতেনাতে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার সাথে ইয়াবা ট্যাবলেট আছে এবং সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৪,৭৬৩ (চার হাজার সাতশত তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য প্রায় ২৩ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বলে জানিয়েছেন অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার মাঃ মাহ্্মুদুল হাসান মামুন।
মন্তব্য করুন