মাহাবুবুর রহমান.
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কলেজ থেকে চলতি বছর এইচ,এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে মাত্র ৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ জন ছেলে এবং ৩ জন মেয়ে। অথচ এই কলেজের বিজ্ঞান শিক্ষক আছে ৫ জন। এর মধ্যে ১ জন প্রদর্শক এবং ৪ জন প্রভাষক। স্থানীয় সচেতন মহলের দাবী সম্পূর্ন এমপিও ভূক্ত এই কলেজে শিক্ষকদের বেতন ভাতা বাদেও প্রতি মাসে বিপুল টাকা খরচ করছে সরকার। কিন্তু তার বিপরীতে শিক্ষকদের আন্তরিকতার মারাত্বক ঘাটতি থাকায় এলাকায় বিজ্ঞান শিক্ষার্থী বাড়ছে না।ফলে এলাকা থেকে কোন ছেলে মেয়ে উচ্চ শিক্ষানিয়ে তেমন বেশি সফলতার মুখ দেখছে না। আর এই কলেজও চাইলে এলাকায় আরো বেশি উচ্চ শিক্ষায় ভুমিকা রাখতে পারতো। এ ব্যপারে মহেশখালী হোয়ানক কলেজের অধ্যক্ষ সুধীর চন্দ্র দে বলেন,এটা সত্য এবারের এইচ.এস.সি পরীক্ষায় আমাদের শিক্ষার্থী ৪ জন এবং আমাদের কলেজে বিজ্ঞান শিক্ষক আছে ৫ জন। সবাই এমপিও ভুক্ত জানিয়ে তিনি বলেন,এই কলেজ ১৯৯৪-৯৫ শিক্ষা বর্ষে চালু হয় এবং বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭৫ আর শিক্ষক সংখ্যা সব মিলিয়ে ১৭ জন।সচেতন মহলের দাবী হোয়ানক ইউনিয়নের টাইমবাজার এলাকায় প্রতিষ্টিত এই কলেজ সংশ্লিষ্ঠ কর্তকর্তারা চাইলে শিক্ষা বিন্তারো আরো ভুমিকা রাখতে পারতো।
মন্তব্য করুন