শিরোনাম :
কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৪ নেতা বহিস্কার রাজবিহারী দাশে উপর ভরসা রাখছে ৮ নং ওয়ার্ডের ভোটাররা তুরস্কে ভোট গণনা চলছে, এগিয়ে এরদোগান রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে মাদক-সন্ত্রাস ঠেকাতে যৌথ অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পৌর নির্বাচনে প্রার্থী হওয়া ১২ কাউন্সিলর প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে রেল চালু হবে : রেল মন্ত্রী কক্সবাজারে ১২ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্থ, সেন্টমার্টিনে ১২‘শ। কোন প্রাণহানি ঘটেনি ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত তীব্র গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

সোনালী অতীত ক্লাব কক্সবাজার’ কমিটি গঠিত

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, এপ্রিল ১, ২০২৩
  • 106 বার সংবাদটি পড়া হয়েছে

কক্স৭১
কক্সবাজার জেলার সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে ক্রীড়া সংগঠন ‘সোনালী অতীত ক্লাব কক্সবাজার’। এতে জেলার সাবেক কৃতি ফুটবলার অধ্যক্ষ জসিম উদ্দিন সভাপতি ও ছিদ্দিক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার (৩১ মার্চ) বিকালে কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘সোনালী অতীত ক্লাব কক্সবাজার’ কমিটি গঠনে কাউন্সিল ও ইফতার মাহফিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।
সোনালী অতীত ক্লাব কক্সবাজারের আহ্বায়ক অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উদ্বোধকের বক্তৃতা করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক অনুপ বড়ুয়া অপু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া।
সাবেক ফুটবলার আবদুর রহিমের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের শুরুতে জেলার প্রয়াত ফুটবল খেলোয়াড়দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন, অনু্ষ্ঠানে উপস্থিত সাবেক খেলোয়াড়রা। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, এম আর মাহবুব।
সাবেক ফুটবলার পরেশ দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, সোনালী অতীত ক্লাব কক্সবাজারের সদস্য সচিব ছিদ্দিক আহমদ, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শারাফাত উল্লাহ বাবুল প্রমুখ। অনু্ষ্ঠানে কক্সবাজার জেলার সাবেক ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন সোনালী অতীত ক্লাব কক্সবাজারের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলার সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে ‘সোনালী অতীত ক্লাব কক্সবাজার’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও অনু্ষ্ঠানে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT