কক্সঃ৭১ রিপোর্ট
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়।
ভারতের কলকাতার কল্যাণী স্টেডিয়ামে রোববার ৭-১ গোলে জিতেছে বাংলাদেশ। একাই পাঁচ গোল করেছেন আল আমিন রহমান। অপর দুই গোলদাতা রাকিবুল ইসলাম ও আল মিরাদ।
ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে প্রতিযোগিতার মুকুট ধরে রাখার মিশন শুরু করেছিল মোস্তফা আনোয়ার পারভেজের দল।
আগের দিনই বাংলাদেশ কোচ জানিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণাত্মক খেলবে দল। শুরু থেকে মিরাদ-আল আমিনরা টানা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরালেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না।
অবশেষে ৩২তম মিনিটে মেলে গোলের দেখা। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে গোলকিপার থারুসা রাশমিকার পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন আল আমিন। ১০ মিনিট পর একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল।
বিরতিতে যাওয়ার এক মিনিট আগে বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পায়। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন আল আমিন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অপূর্ব মালির চমৎকার থ্রো-ইনে হেডে স্কোরলাইন ৪-০ করেন ফরোয়ার্ড আল মিরাদ।
দুই মিনিট পর নিজেদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। এক ডিফেন্ডার হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে শ্রীলঙ্কার ফরোয়ার্ড ইনসান মোহাম্মদ মিহরান প্লেসিং শটে ব্যবধান কমান।
তাতে ম্যাচের চিত্র অবশ্য একটুও পাল্টায়নি। একের পর এক আক্রমণ করতে থাকা বাংলাদেশ ৫৯তম মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল পায়। হ্যাটট্রিক পূরণ হয় আল আমিনের।
৬৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর তিন মিনিট পর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আল আমিন।
ভুটানকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা শ্রীলঙ্কা এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন