মাহাবুবুর রহমান.
কক্সবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকন্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কক্সবাজারের পুলিশ প্রশাসন। ১৭ মে বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, এ সময় তিনি বলেন,বাংলাদেশের চলমান অগ্রগতি এবং আইনশৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনের পাশে থেকে অবিরাম কাজ করে যাচ্ছে সাংবাদিক সমাজ। তাই দেশের উন্নয়ন অগ্রগতিতে অন্য সকল পেশার সাথে সাংবাদিকদের বড় অবদান আছে। একই সাথে সামনের যে কোন সংকটমহ মুহুর্তে এক সাথে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি। পরে এক বিশেষ মোনাজাতে দেশ ও সমাজের উন্নয়ন এবং অগ্রগতির জন্য দোয়া কামনা করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী,সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল,জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মুজিবুল ইসলাম,এড,আয়াছুর রহমান,সিনিয়র সাংবাদিক তোফায়েল আহাম্মদ,আবদুল কুদ্দুস রানা,মমতাজ উদ্দিন বাহারী,হাসানুর রশিদ সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্ধ এবং জেলা প্রেস ক্লাবের কর্মকর্তা বৃন্ধ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন