মাহাবুবুর রহমান,
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সরকারি কর্মকর্তাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নাই, আপনারা সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করুন। এতে দেশকে দূর্নীতিমুক্ত করা আরো সহজ হবে। রাষ্ট্রীয় কাজে আরো গতি আনতে এর বিকল্প নেই। তিনি গতকাল বেলা ১২টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ে সরকারি অফিস প্রধান ও স্থানীয় সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া সহ কক্সবাজারের শীর্ষ আওয়ামীলীগ নেতৃবৃন্ধ।
মন্তব্য করুন