মাহাবুবুর রহমান.
মাঠ পর্যায়ে দূর্নীতি বন্ধ এবং তদারকি করার লক্ষ্যে দূর্নীতি দমন কমিশন কতৃক আয়োজিত গণশুনানী নিয়ে বেশ তোড়জোড় চলছে। ১৮ এপ্রিল গণশুনানী নিয়ে ইতি মধ্যে অনেকে অভিযোগ জানাতে প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে জেলা প্রশাসনের এলএ শাখা নিয়ে সাধারণ মানুষের ক্ষোব্ধ হওয়ার সংখ্যা বেশি। এদিকে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অজিত দাশ বলেন,১৮ এপ্রিল সকাল ৯ টা থেকে সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হতে যাওয়া দুদকের গণশুনানী সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেক ভোক্তভোগী স্বশরিরে উপস্থিত হয়ে অভিযোগ জানানো কথা আমাদের জানিয়েছেন। একই সাথে অনেকে প্রয়োজনীয় কাগজ পত্র আগে জমা দিয়েছেন বলে জানান তিনি। এ সময় তিনি নির্দ্বিধায় যে কাউকে প্রকৃত ভূক্তভোগীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গণশুনানীতে উপস্থিত হওয়ার আহবান জানান। উল্লেখ্য উক্তগণশুনানীতে দুদকের ঢাকা এবং চট্টগ্রামের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন