মাহাবুবুর রহমান.
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেলঃ ফোরকান আহমদ বলেছেন,আমি কক্সবাজারের সন্তান এখান থেকে বদলী বা অবসর নেওয়ার কোন সুযোগ নেই তাই আমি সবার সহযোগিতা নিয়ে কক্সবাজারকে একটি সুন্দর মডেল আধুনীক নগরী হিসাব দাড় করাতে চায়।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছে,আমি সাধ্যমত চেস্টা করছি সেই দায়িত্বের মধ্যে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করার। এসময় তিনি বলেন,রাষ্ট্রের অনেক প্রতিষ্টান আছে যে গুলোকে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে নির্বাচন করে জনপ্রতিনিধি তৈরি করা হয়েছে কিন্তু সে সকল প্রতিষ্টান তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেনা। তাই মানুষের চাহিদার শেষ হয়না। কউক চেয়ারম্যান ২৬ এপ্রিল রাতে টেকপাড়াবাসী কতৃক আয়োজিত সংবর্ধনা এবং মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।টেকপাড়া জামে মসজিদের মাঠে স্থানীয় প্রবীন মুরব্বী মাস্টার ছৈয়দ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় কউক চেয়ারম্যান বলেন,আমার সাধ্যের সার্মথের মধ্যে টেকপাড়ার জন্য একটি খেলার মাঠ,সড়ক বাতি লাগানো,ময়লা আবর্জনা মুক্ত শহর উপহার দেওয়ার চেস্টা করবো। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবদুল খালেক,কউকের সদস্য প্রকৌশল লেঃ কর্ণেল আনোয়ারুল ইসলাম,পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার দিদারুল ইসলাম রুবেল,টেকপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম,ডাঃ সাজ্জাদ কাশেম,সাংবাদিক মাহাবুবুর রহমান,টেকপাড়া সমাজ কমিটির সভাপতি গোলাম মওলা বাবুল,পরমানু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা ইফতেখার উদ্দিন,সমাজ সেবক আবদুল গাফ্ফার,যুবনেতা জাহেদুল ইসলাম। এর আগে কউকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নগর পরিকল্পনাবিদ জাহাঙ্গির আলী অনুষ্টান সঞ্চালন করেন মোজাহেরুল ইসলাম আনু, অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন জয়নাল আবেদীন কাজল,কাউসার,রনি,জাহেদ,মোজাহের প্রমুখ।
মন্তব্য করুন