এম আবুহেনা সাগর,ঈদগাঁও
আর কটা দিন পেরুলেই পবিত্র ঈদুল ফিতর।
শেষ মুহুর্তে কেনাকাটায় ব্যস্তমুখর সময় পার করছে ক্রেতা বিক্রেতারা। দক্ষিন চট্রলার গুরুত্বপূর্ন বানিজ্য কেন্দ্র সদরের ঈদগাঁওর ঈদ বাজারে বৃহত্তর এলাকার গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতাদের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। তবে দ্বিগুন দামে হিমশিম খাচ্ছে ক্রেতারা। ছেলে মেয়েদের কাপড়ের দাম নিয়ে বিপাকে পড়ছেন তাদের পিতা-মাতারা।
সব ধরনের পণ্যের ব্যাপক কেনা বেচাকে সামনে রেখে বিভিন্ন মার্কেট ও ডিপার্টমেন্টাল ষ্টোর গুলোতে বেচাকেনা বেড়েছে। ৩১মে বিকেলে বাজারের বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে ঈদগাঁও বাজারে নরনারী ক্রেতা দের ভীড় মার্কেটগুলোতে। কেউবা কিনছে কাপড়,কেউবা ঘুরে ঘুরে কাপড়ের দাম ছাচ্ছেন, কেউবা দামের কারনে পছন্দের কাপড় থাকলেও কিনতে পারছেনা। আবার দরদার নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কিও হচ্ছে।
অন্যদিকে বহু সুচতুর নর নারী ক্রেতারা ভীড় বাড়ার পূর্বেই মার্কেট ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মোতাবেক কাপড়,কসমেটিস এবং জুতা কিনতে ভুল করেনি। দাম যাই হোক না কেন।
ঈদগাঁও বাজারের উন্নতমানের বেশ কটি শাড়ীর দোকানে ক্রেতাদের উপস্থিত থাকলে ও দেশী বিদেশী ত্রি-পিছ ও শাড়ীর চড়া দামের যাতাকলে পিষ্ট হচ্ছেন নারী ক্রেতারা। এছাড়া মার্কেটের দোকানগুলোতে চোঁখ ধাধানো লাইটিংয়ের ফলে কোনটি ভাল আর নিন্ম মানের কাপড় সেটি বুঝে উঠতে পারছেনা ক্রেতারা।
কয়েক ক্রেতা জানান,তারা শপিং করতে এসে হতবাগ হয়ে পড়েছে। পছন্দের কাপড় পাচ্ছিনা, শেষ মুহুর্তে সবধরনের ব্যবহারের জিনিসপত্র ফুরিয়ে যাওয়ার পথে। দ্বিগুন দামেও মিলছেনা কাঙ্ক্ষিত কাপড়। পুরুষ ক্রেতাদের পাশাপাশি নারী ক্রেতাদেও ভীড় দেখা যাচ্ছে।
সাথে ছোট ছোট শিশুরাতো রয়েছে। সবমিলিয়ে শেষের দিকে জমে উঠেছে ঈদগাঁও ঈদ বাজার।
মন্তব্য করুন