প্রেস বিজ্ঞপ্তি
সীমান্ত উপজেলা টেকনাফে শিশু কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং ইউনিসেফের যৌথ সহযোগিতায় টেকনাফ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া অফিসের সাবির্ক সহযোগিতায় ফুটবল,ক্রীকেট,ভলিবল,কাবাডি,ব্যাডমিন্টন সহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকালে উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। এ সময় তিনি বলেন,রোহিঙ্গা সংকট সহ নানান কারনে টেকনাফের ছেলেমেয়েরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে তাই তারা যাতে পথভ্রষ্ট না হয় সে জন্য সীমিত হোক বা বড় আয়োজন হোক যে কোন ভাবেই শিশুদের মাঠে রাখতে হবে। সুস্থ বিনোদনে অভ্যস্থ করতে হবে। ইতি মধ্যে টেকনাফে খেলার মাঠ সহ অনেক কিছু আধুনীকায়ন করা হয়েছে। তবে অভিবাবকরা আরো সচেতন হলে উখিয়ার ছেলেমেয়েরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। তাই বেশি করে ক্রীড়াচর্চা বাড়াতে হবে। একাডেমীক সুপারভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
মন্তব্য করুন