নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় এক আইনজীবির পৈত্রিক মার্কেট দখল করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা। সম্পূর্ন ব্যাক্তি মালিকানাধীন খতিয়ান ভুক্ত জমি কে সরকারি খাস দেখিয়ে পৌরসভা কতৃক দোকান ভাড়া দেখিয়ে উক্ত জমি দখল করে সেখানে দোকান করে ভাড়া দেওয়ার জন্য ইতি মধ্যে দেয়াল নির্মাণ করে টিন দিয়ে ঘেরাবেড়া দিয়েছে উক্ত প্রভাবশালী আওয়ামীলীগ নেতা।
জানা গেছে শহরের বড় বাজার এলাকার জিবি মার্কেট হিসাবে পরিচিত মার্কেটের প্রকৃত মালিক আলহাজ¦ গোলাম বারী যার নামে ১২ শতক জমি নিয়ে ১৪৮০ নং বিএস খতিয়ান চুডান্ত প্রচার আছে বিএস দাগ ৬১১১। সে হিসাবে গোলাম বারীর মৃত্যুর পরে উনার ছেলে মেয়েরা উক্ত মার্কেট ভুগ দখল করে আসছিল। কিন্তু হঠাৎ করে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পেশকার পাড়ার বাসিন্দা বজল করিম উক্ত মার্কেটের এক পাশে রাতে আধারে ভেঙ্গে নিজে দেয়াল দিয়ে দখল করে এবং টিন দিয়ে ঘেরা বেড়া দিয়ে দোকান গড়ে তুলে। এ ব্যপারে মরহুম গোলাম বারীর ছেলে কক্সবাজার আইনজীবি সমিতির সদস্য এড, নুর মোহাম্মদ বলেন,জিবি মার্কেট আমাদের নিজস্ব সম্পত্তি কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতা সরকারি দলের শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে আমার মার্কেটের কিছু অংশ দখল করেছে। এ বিষয়ে আমার বোন রোকেয়া বেগম বাদী হয়ে ১৬ মে সদর থানায় লিখিত অভিযোগ করলেও আমি কোন আইন সহায়তা পায়নি। পরে জানা গেছে পৌরসভার পক্ষ থেকে ভুমিদস্যু বজল করিমে সাথে একটি দোকান ভাড়া চুক্তি হয়েছে। সেই চুক্তিতে আছে বিএস দাগ ৬১১২ এবং ৬১১৬ কিন্তু আমার জমিটি ৬১১১ দাগে অবস্থিত। তার পরও সরকারি দলের প্রভাব বিস্তার করে মার্কেট দখল করা হয়েছে। আমি একজন আইনজীবি হয়ে দেশের আইনী সহায়তা না পেলে সাধারণ মানুষ কোথায় যাবে? জানা গেছে ১৮ মে দিবাগত রাতে বজল করিম অস্ত্র সস্ত্র সহ ২০/৩০ জনের সন্ত্রাসী বাহিনি নিয়ে দোকানে মালামাল নিয়ে সেটা দখল করেছে।
এ ব্যপারে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজল করিম বলেন,সেটা সম্পূর্ন পৌরসভার জায়গা বরং উক্ত আইনজীবির পরিবার বহু বছর আগে পৌরসভার সেই নালা দখল করে মার্কেট করেছিল। আপনারা সরজমিনে গিয়ে দেখলে বুঝতে পারবেনা সেটা বহু বছরের পুরাতন পৌরসভার নালা। তারা বিষয়টি নিয়ে চরম মিথ্যাচার করছে। আর আমি পৌরসভার থেকে ভাড়া নিয়ে দোকান করছি।
মন্তব্য করুন