প্রেস বিজ্ঞপ্তি
নবগঠিত র্যাব-১৫, রামু, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ৬নং ওয়ার্ড এর দিঘীর পাড় ফজলিয়া হেফজ্খানার পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় অস্থায়ী র্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জুবায়ের খান (২৩), পিতা-আহম্মেদ আলী, সাং-উত্তর টেকপাড়া, ০৪নং ওয়ার্ড, কক্সবাজার সদর, (২) মোঃ রাকিব (২২), পিতা-মোঃ শফিকুর রহমান, সাং-বাঁশখালী উত্তর জলদি, ০৫নং ওয়ার্ড , থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, এপি/টেকপাড়া ০৪নং ওয়ার্ড, আরআর ম্যানশন, হাবিবের বাড়ি, থানা ও জেলা-কক্সবাজার’দের ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাদের সাথে ইয়াবা ট্যাবলেট আছে এবং দীর্ঘদিন যাবৎ টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ এবং দেহ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২২,০০০ (বাইশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ১ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান
মন্তব্য করুন