শিরোনাম :
‘‘বিশ্ব শান্তির জন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা ও আদর্শ সর্বাবস্থায় অনুকরণীয়’’ কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী

রোহিঙ্গা ছাত্রীর ছাত্রত্ব বাতিল করল পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৯
  • 217 বার সংবাদটি পড়া হয়েছে

মাহাবুবুর রহমান.
কক্সবাজার পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ে পরিচয় গোপন করে অধ্যায়নরত এক রোহিঙ্গা ছাত্রীর ছাত্রত্ব বাতিল করল পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। জানা গেছে সেই ছাত্রী আলোচিত রোহিঙ্গা তরুনী রহিমা আক্তার খুশি প্রকাশ রাহী খুশির বোন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সেই রোহিঙ্গা ছাত্রীর পক্ষ নিয়ে তদরিব করছে এক সাবেক চেয়ারম্যান এবং তাকে স্কুলে ভর্তিতে সহযোগিতা করেছেন এক কৃষকলীগ নেতা।এই খবর ছড়িয়ে পড়লে জেলার সচেতন মহল স্কুল কতৃপক্ষের সাহসী পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছে একই সাথে রোহিঙ্গা ছাত্রীর সাথে জড়িত বা সহায়তা কারী সবাইকে আইনের আওতায় আনার দাবী জানান।
জানা গেছে কক্সবাজার পৌরসভা পরিচালিত পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে ভর্তি হয়েছিল সেলিনা আক্তার নামের সেই ছাত্রী বর্তমানে সে নবম শ্রেণীতে অধ্যায়নরত। তবে বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা শিক্ষার্থী নিয়ে আলোচনা চলায় এবং তার গতিবিধি এবং কার্যকলাপ সন্দেহজনক মনে হলে খোঁজ খবর নিয়ে এবং প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাছাই করে দেখা যায় সেই ছাত্রী প্রকৃত পক্ষে একজন রোহিঙ্গা। স্কুলে জমা দেওয়া কাগজ পত্রতে দেখা গেছে সেলিনা আক্তারের পিতা নাম আবদুল আজিজ মাতা মিনারা বেগম। সে রাজা পালং ইউনিয়নের কুতুপালং ৯ নং ওয়ার্ডের জন্ম নিবন্ধন দাখিল করেছে যেখানে তার জন্ম নিবন্ধন নাম্বার ১৯৯৪২২১৯৫৬৭৮০৩৫৭০। এবং সে বালুখালী দাখিল মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে পিএসসিপাস করে। এবং তাকে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী হিসাবে সনদ নিয়েছে বালুখালী মাদ্রাসা সুপার মৌলানা আবদুস সালাম। সে হিসাবে সে ২০১৭ সালে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে ভর্তি হয়ে সে সময় রোহিঙ্গা মেয়েটির পক্ষে ফরম সংগ্রহ করে এবং ভর্তি বিষয়ে যাবতীয় কাজ করে শহরের লিংক রোড়স্থ ইয়াকুব নামের এক কৃষকলীগ নেতা। বর্তমানে নবম শ্রেণীতে অধ্যায়নরত। আর তার বাবার নাম আছে আবদুল জলিল তার নামে দেওয়া ভোটার আইডি কার্ডটি চট্টগ্রাম শুলকবহর আলী মাঝির পাড়া থেকে ইস্যূকৃত। জানা গেছে তার বাবা পরিচয় দানকারীও একজন রোহিঙ্গা। এখানে মজার বিষয় হচ্ছে রোহিঙ্গা মেয়েটির একবার জন্ম নিবন্ধন রাজাপালং ইউনিয়নের থাকলেও আবার কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডি ইউনিয়নের জন্ম নিবন্ধন সনদ জমা দেয়। আর সেটা নিয়ে সরাসরি স্কুলে এসে রোহিঙ্গা মেয়েটির পক্ষে অবস্থান নিয়ে জোর তদবির করে চৌফলদন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুচ্ছফা।
এ ব্যপারে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান নুরুচ্ছফা বলেন,নমব শ্রেণীতে পড়া একটি মেয়ের লেখাপড়া বন্ধ করে আপনারা কি পাবেন। আর মেয়েটির আপন খালা আমার পত্রবধু।
এ ব্যপারে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম বলেন,রোহিঙ্গা হিসাবে চিহ্নিত হওয়ার মেয়র মহোদয়ের নির্দেশে সেলিনা আক্তারের ছাত্রত্ব স্থগিক করে ১১ সেপ্টেম্বর তাকে চিঠি দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আর প্রাথমিক তদন্তে সে নিজেই স্বীকার সে রোহিঙ্গা এবং সাম্প্রতীক সময়ের আলোচিত রোহিঙ্গা তরুনী খুশি তার বোন। এবং তার আরেক বোন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
এ ব্যপারে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেণ,রোহিঙ্গার বিষয়ে কোন ছাড় নেই। আমি নির্দেশ দিয়েছি এ ধরনের আরো কেউ আছে কিনা সেটাও খোঁজে বের করার জন্য। আর প্রয়োজন হলে সেলিনা আক্তারের সনদ বাতিল করার জন্য শিক্ষা বোর্ডে লিখব।
এদিকে পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের এমন সাহসী পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে জেলার সচেতন মহল একই সাথে কিভাবে সে রাজাপালং ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন সনদ পেল,বালুখালী মাদ্রাসা থেকে কিভাবে পিএসসি পাস করল,তার ভর্তি এবং বিভিন্ন বিষয়ে যারা তদবির করেছে তাদের রোহিঙ্গাদের সহায়তাকারী হিসাবে আইনের আওতায় আনার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT