কক্সঃ৭১
কক্সবাজার রামুর বৌদ্ধ মন্দির হামলার ৭ বছর পূর্ন হচ্ছেআজ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পবিত্র কোরআর শরীফ অবমাননার প্রেক্ষিতে সেখানকার প্রায় ২৫টি বৌদ্ধ মন্দিরে হামলা করে স্থানীয় জনতা। তবে সেই ঘটনার মূল উদ্বাভবক উত্তম বড়–য়ার হদিস মিলেনি এই ৭ বছরে। সেই উত্তম বড়–য়ার ফেইসবুক থেকেই কোরআন শরীফ নিয়ে অবমাননাকর পোস্ট নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তকর পরিস্থিতি সৃস্টি হলে সেই ঘটনা নিয়ে বৌদ্ধ মন্দিরে হামলা হয়। বাংলাদেশের ইতিহাসে সেই কলংঙক জনক ঘটনার ৭ বছর পেরিয়ে গেলেও এখনো কোন প্রকৃত আসামীর বিচার হয়নি। বরং অনেক নিরিহ মানুষ মামলায় জড়িয়ে হয়রানী হয়েছে বলে জানান স্থানীয় সচেতন মহল। তবে অনেকে ক্ষোব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন সরকারেরআন্তরিকতার অভাবে এখনো ঘটনার মূল হুতা উত্তম বড়–য়ার হদিস পায়নি সরকার। যেখানে কোন অপরাধি ঘটনার কয়েক দিনের মধ্যে বের করা হয় যেখানে উত্তম বড়–য়া এবং তার পরিবারকে ৭ বছরেও খোঁজে বের করতে না পারায় হতাশা ব্যাক্তকরেছে রামুর সচেতন মহল।
মন্তব্য করুন