এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের এক অভিযান পরিচালিত হয়েছে।
২১মে দুপুর সাড়ে বারটা থেকে তিনটা পর্যন্ত আড়াই ঘন্টা ব্যাপী মেহেরঘোনা বনবিটের কালিরছড়া শিয়াপাড়া এলাকায় লাল মিয়ার পূত্র বনখেকো নুরুল হুদার দখলে থাকা তিনটি অবৈধ বসতবাড়ী ও ঘেরা বেড়া উচ্ছেদ করা হয়। এ সময় সীমানা খুঁটি ও ৫শত ফুট ইস্পাতের নেট জব্দ করা হয়। পরে তার দখলে থাকা পাঁচ একর জায়গা দখল মুক্ত করলো বনবিভাগ।মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মোহাম্মদ মামুন মিয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেন,মেহেরঘোনা বিট কর্মকতা জাকির আহমেদ,বনপ্রহরী হান্নান, জাহানদার ভুঁইয়া,তেজদীপ্ত চাকমা,আল জাবের ও ভিলেজার এবং একদল বিজিবি।
উল্লেখ,বিগত একমাসের ব্যবধানে দশটির মত অবৈধ ঘরবাড়ী উচ্ছেদ এবং দশ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন