কক্স৭১
মিথ্যা বানোয়াট ও হয়রানি মূলক মানহানি মামলা থেকে অব্যাহতি পেলেন কক্সবাজারের ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২ এর বিচারক এ অব্যাহতি প্রদান করেন। এদিকে মামলায় খালাস পেয়ে শিক্ষাঙ্গনে পৌঁছলে সহকর্মী শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থীরা ফুলেল শুভেচছা জানান স্কুল প্রধান খুরশিদুল জান্নাতকে।
জানা যায়, ৪/৫ মাস পূর্বে বিদ্যালয়ের আর্থিক দূর্ণীতির বানোয়াট অভিযোগ এনে একটি জাতীয় দৈনিকে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। ঐ সংবাদের প্রতিবাদ জানিয়ে স্থানীয় একটি দৈনিকে ব্যাখ্যা ও প্রতিবাদ জানায় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। প্রতিবাদ ও ব্যাখ্যা দেওয়ার একাংশে স্কুলের সাবেক সহ সভাপতি জসিম উল্লাহ মিয়াজীর বিরুদ্ধে প্রায় সাড়ে ১৮ লাখ টাকার আর্থিক দূর্নীতির অভিযোগ তুলেন স্কুল প্রধান খুরশিদুল জান্নাত। সাড়ে ১৮ লাখ টার দূর্নীতির অভিযোগ তোলায় সংক্ষুব্ধ হয়ে জসিম উল্লাহ মিয়াজি’র ছেলে আসির আওয়াস তকি বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ একটি মানহানি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪৭/২৩ ইং। মামলাটি ৩১ আগস্ট বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য্য ছিল। এদিন শুনানি শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন, বিবাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাজ্জাদুল করিম। উল্লেখ্য ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধা শিক্ষক খুরশিদুল জান্নাত ইতি পূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর কক্সবাজার সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্টান প্রধানের পুরুস্কার অর্জন করেন।
মন্তব্য করুন