প্রেস বিজ্ঞপ্তি
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মিছিল,মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ( বিটিএ) কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্ধ। ১৩ মার্চ বেলা ১১ টা থেকে শুরু হওয়া কর্মসূচীতে প্রথমে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল পরে কক্সবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ ও পরে কক্সবাজারের জেলা প্রশাসক মো: শাহীন ইমরানের হাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করে শিক্ষক সমিতির নেতৃবৃন্ধ। এ সময় তারা বলেন,বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনীক এবং মানসম্মত করতে প্রশংসনিয় উদ্দ্যোগ গ্রহন করেছেন। এছাড়া সারা দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়েকে জাতীয়করণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় বিশে^র কাছে প্রশংসিত হয়েছেন। তারিধারাবাহিকতায় মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হলে পুরু দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে। তাই শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ স্কুলে শিক্ষার পরিবেশ তৈরি করা সহ মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবী জানান তারা। এ সব কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কক্সবাজার জেলা শাখার সভাপতি মুজিবুল হক,সহ সভাপতি লিয়াকত আলী,সমর চন্দ্র নাথ,মোহাম্মদুল হক,সাধারণ সম্পাদক আমিমুল এহসান মানিক,সহ সাধারণ সম্পাদক মো: আয়ুব,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রমজান আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক নুরুল আবছার,সাগর চন্দ্র দাশ,সাইফুদ্দিন,পরেশ কান্তি দে,নুরুল আমিন,গোপা সেন,মুনমুন দাশ,কায়সার উদ্দিন,পিন্টু মল্লিক,মাহবুবুল আলম প্রমুখ।
মন্তব্য করুন