হারুনর রশিদ, মহেশখালী
মহেশখালী উপজেলাতে ঘূর্ণিঝড় প্রস্তুতি মুলক সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার সময় উপজেলার সম্মেলন কক্ষে এসভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বক্তব্য প্রদান কালে তিনি বলেন সম্প্রতি ঘূর্ণিঝড় ফেণী দ্রুত বেগে এগিয়ে আসছে।
আবহাওয়ার সংকেত মেনে নিচু এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে চলে আসার ব্যবস্থ করতে হবে, সি.পি.পি’ র স্বেচ্ছাসেবকদের আন্তরিক হয়ে দুর্যোগের সময় বিপদগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে।
উপজেলার নির্বাহী অফিসার মো: জামিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, উপজেলার কৃষি অফিসার শামশুল আলম,পৌর সভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলার সিপিপি অফিসার আমিন উল্লাহ,সিপিপি’র উপজেলার টিম লিড়ার ডা:ওসমান সরওয়ার,
প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-প্রকৌশলী হানিফ মিয়া, সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি মুলক সভা শেষে স্বেচ্ছা সেবকদের সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ করা হয়।
মন্তব্য করুন