বার্তা পরিবেশক
কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার মৃত মকবুল আহাম্মদের পূর্বে নির্মাণ করা অবৈধ বাড়িতে আবারো বহুতল ভবন করা হচ্ছে একই সাথে মকবুল আহাম্মদের সেই বাড়ির ছাদ এবং নীচের বেশ কিছু অংশ ফুটপাথ দখল করে পথচারীদের অসুবিধা সৃস্টি করছে একই সাথে বাড়ি মালিকের বড় ছেলে বাদশা পৌরসভার নালার উপর স্লেপ নির্মাণ করে দোকানের সমস্ত সামগ্রি চলাচলের রাস্তার উপরে রেখে জনসাধারণের অসুবিধা সৃস্টি করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এছাড়া তাদের ভবনের উভয় পাশে পৌরসভার রাস্তার জমি দখল করে বাড়ির ছাদ করেছে এবং উভয় পাশে ফুটপাথও দখল করেছে এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ সহ পৌরসভাকে অনুরোধ করেছে এলাকাবাসী।
আলাপ কালে মধ্যম বাহারছড়া এলাকার সমাজ সেবক ও যুবলীগ নেতা জাহিদ ইফতেখার ও জসিম উদ্দিন কাজল বলেন,আমাদের জানা মতে মৃত মকবুল আহাম্মদের জমি আছে সাড়ে ৬ শতক কিন্তু তারা বর্তমানে বাড়ি নির্মাণ করেছে আরে বেশি জমিতে সেখানে বেশির ভাগ পৌরসভার জমি অর্থাৎ রাস্তার জমি। আর সেই বাড়িটি জানা মতে কোন কতৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। বর্তমানে সেখানে আরো বহুতল বাড়ি করছে,তবে মূল সমস্যা হচ্ছে তারা বিশাল নালা দখল করে রেখেছে। এবং নালার উপরে স্লেপ দিয়ে দোকানের মালামাল রেখে ব্যবসা করছে এ বিষয়ে এলাকার মানুষ বাদশার সাথে কথা বল্লে তিনি উল্টো আজেবাজে কথা বার্তা বলে এবং কোন আইন মানতে চায়না। এখন আমাদের কথা হচ্ছে আজ তারা একজন করছে আরেকদিন অন্যজনে ফুটপাথ দখল করবে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হাটা চলার পথ থাকবে না। তাই এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য করুন