শিরোনাম :
‘‘বিশ্ব শান্তির জন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা ও আদর্শ সর্বাবস্থায় অনুকরণীয়’’ কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী

মধ্যম বাহারছড়ায় এক প্রভাবশালীর ফুটপাথ দখল করে চলছে ব্যবসা

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, মে ১৬, ২০১৯
  • 258 বার সংবাদটি পড়া হয়েছে
?

 

বার্তা পরিবেশক
কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার মৃত মকবুল আহাম্মদের পূর্বে নির্মাণ করা অবৈধ বাড়িতে আবারো বহুতল ভবন করা হচ্ছে একই সাথে মকবুল আহাম্মদের সেই বাড়ির ছাদ এবং নীচের বেশ কিছু অংশ ফুটপাথ দখল করে পথচারীদের অসুবিধা সৃস্টি করছে একই সাথে বাড়ি মালিকের বড় ছেলে বাদশা পৌরসভার নালার উপর স্লেপ নির্মাণ করে দোকানের সমস্ত সামগ্রি চলাচলের রাস্তার উপরে রেখে জনসাধারণের অসুবিধা সৃস্টি করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এছাড়া তাদের ভবনের উভয় পাশে পৌরসভার রাস্তার জমি দখল করে বাড়ির ছাদ করেছে এবং উভয় পাশে ফুটপাথও দখল করেছে এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ সহ পৌরসভাকে অনুরোধ করেছে এলাকাবাসী।
আলাপ কালে মধ্যম বাহারছড়া এলাকার সমাজ সেবক ও যুবলীগ নেতা জাহিদ ইফতেখার ও জসিম উদ্দিন কাজল বলেন,আমাদের জানা মতে মৃত মকবুল আহাম্মদের জমি আছে সাড়ে ৬ শতক কিন্তু তারা বর্তমানে বাড়ি নির্মাণ করেছে আরে বেশি জমিতে সেখানে বেশির ভাগ পৌরসভার জমি অর্থাৎ রাস্তার জমি। আর সেই বাড়িটি জানা মতে কোন কতৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। বর্তমানে সেখানে আরো বহুতল বাড়ি করছে,তবে মূল সমস্যা হচ্ছে তারা বিশাল নালা দখল করে রেখেছে। এবং নালার উপরে স্লেপ দিয়ে দোকানের মালামাল রেখে ব্যবসা করছে এ বিষয়ে এলাকার মানুষ বাদশার সাথে কথা বল্লে তিনি উল্টো আজেবাজে কথা বার্তা বলে এবং কোন আইন মানতে চায়না। এখন আমাদের কথা হচ্ছে আজ তারা একজন করছে আরেকদিন অন্যজনে ফুটপাথ দখল করবে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হাটা চলার পথ থাকবে না। তাই এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT