মাহাবুবুর রহমান.
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে পবিত্র সৌদি আরব সহ আরব বিশে^র বেশির ভাগ মুসলিম দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন সৌদি আরবে অবস্থান রত কক্সবাজারের বাসিন্দা সদর উপজেলার ঘাটকুলিয়া পাড়ার দানু মিয়া ও পৌর এলাকার দক্ষিন রুমালিয়ারছড়া ওবায়দুল হক,উত্তর রুমালিয়ারছড়া নরুল আবছার সহ অনেক প্রবাসী। তারা জানান পবিত্র হেরাম শরিফে এশার নামাজের পরে ঈদের তাকবির সহ ঈদুল ফিতর উদযাপনের ঘোষনার মধ্য দিয়ে মঙ্গলবার ঈদুল ফিতর পালনের প্রস্তুতি নিচ্ছে সবস্ত আরব বিশ^। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে টেকপাড়া এলাকার নুরুল আবছার,বাহরাইন থেকে ঈদগাও এলাকার নুর মোহাম্মদ সহ অনেকে জানান সেখানে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন হবে।
মন্তব্য করুন