মাহাবুবুর রহমান.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া বিশ^বিদ্যালয়ে ছাত্রের মধ্যে ১ জনকে শনিবার বিকালে উদ্ধার করা হয়েলেও। আজ রবিবার সকাল অপর ছাত্র আরিফের লাশ উদ্ধার করা হয়েছে। সে শহরের উত্তর রুমালিয়ারছড়ার জাহাঙ্গির আলমের ছেলে তার বাবা সৌদি প্রবাসী। নিহত আরিফের চাচা খোরশেদ বলেন আমরা পুরু পরিবার শনিবার দুপুর থেকে আরিফকে খোঁজছি কিন্তু কোথায় পায়নি। পরেরবিবার ভোর ৫ টা থেকে নাজিরার টেকসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা খুজি করেছি। পরে নাজিরার টেক শেষ মাথায় একটি মৃত দেহ ভেসে আসতে দেখলে সেটি কুলে নিয়ে আসি পরে লাশটি সনাক্তকরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন