শিরোনাম :
কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী

ব্যতিক্রম পদ্ধতিতে শিক্ষার্জন করছে রোহিঙ্গা শিশুরা

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯
  • 599 বার সংবাদটি পড়া হয়েছে

 

আজিম নিহাদ

চার বছর বয়সী রোহিঙ্গা শিশু নুর আয়েনা ইংরেজী, রাখাইন ও আরবী ভাষার কয়েকটি কবিতা মুখস্থ বলতে পারে। গণিতের সংখ্যাগুলোও মোটামুটি দখলে তার। বই-খাতা ছাড়াই খেলনার উপকরণের মাধ্যমে বেশ আনন্দ নিয়ে শিক্ষার্জন করে বেড়ে উঠছে সে।

নুর আয়েনার মত রোহিঙ্গা শিশুরা তিন বছর বয়স থেকেই পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। পড়াশোনার জন্য তাদের কোন বিদ্যালয়ে যেতে হয় না। শিবিরের কুড়ে ঘরে বসেই পড়াশোনা শিখছে তারা

রোহিঙ্গা শিবিরে শিশুদের মানসিক বিকাশের জন্য চালু আছে বাড়ি ভিত্তিক আরলি চাইল্ডহোড এডুকেশন( ইসিই)। এই প্রকল্পের আওতায় শিবিরের বাড়ি গুলোতে শিক্ষাদান করা হচ্ছে রোহিঙ্গা শিশুদের। এ শিক্ষা কার্যক্রমের আওতায় থাকে ৩ থেকে ৫ বছর বয়সী শিশুরা। তাদের শিক্ষাদান করে রোহিঙ্গা নারীরাই। এসব রোহিঙ্গা শিক্ষিকাদের বলা হয় বিগ মাদার অথবা বিগ সিস্টার।

রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১৫ এর ই-ব্লকের জামতলী এলাকার একটি সেন্টারে গিয়ে দেখা যায়, শিশুরা খেলার ছলে বেশ আনন্দে-আগ্রহে পড়াশোনা করছে। ওই সেন্টারে শিক্ষাদান করে বিগ সিস্টার মরিয়ম (১৪)। মিয়ানমারের বুচিডং কিউডে স্কুলে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে মরিয়ম।

মরিয়ম জানায়, তার সেন্টারে প্রতিদিন তিন শিফটে পড়ানো হয়। প্রতি শিফটে ১০ জন শিশু রয়েছে। একটি শিফট চলে দুই ঘণ্টা। শিশুরা বেশ আনন্দ নিয়ে পাঠদানে অংশ নেয়।
সে আরও জানায়, এখানে কোন বই ব্যবহার করা হয় না। খেলনা এবং শারীরিক অভিনয়ের মাধ্যমে শিক্ষাদান করা হয়। এই কার্যক্রমের ফলে শিশুদের মানসিক বিকাশ হচ্ছে। নিজ দেশের ভাষার উন্নতি হচ্ছে।

রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১৫ এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টারি সার্ভিং অর্গানাইজেশন (ভিএসও) সহায়তায় স্থানীয় বেসরকারী সংস্থা মুক্তি কক্সবাজার এডুকেশন ইন ইমারজেন্সি (ইআইই) প্রকল্পের আওতায় ৫০টি ইসিই সেন্টার চালু করেছে। ৫০টি কেন্দ্রে শিশু শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৫০০ জন। এতে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে রোহিঙ্গা নারীদের। নির্দিষ্ট দূরত্বের পর পর রোহিঙ্গা শিবিরের বাড়িতে সেন্টারগুলোর অবস্থান। গত ২০১৮ সালের এপ্রিল মাসে সেন্টারগুলো চালু হয়।

এছাড়াও ইআইই প্রকল্পের আওতায় ক্যাম্প-১৫ এলাকায় ১২ টি লার্নিং সেন্টার চালু আছে । লার্নিং সেন্টারে শিক্ষাদান করা হয় ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের। এখানে শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৮০ জন। এসব সেন্টারে একজন রোহিঙ্গা শিক্ষক এবং একজন বাংলাদেশি শিক্ষক নিয়োজিত আছে। ইসিই এবং লার্নিং সেন্টারে ইংরেজি, আরবী, গণিত এবং বার্মিজ ভাষায় পড়ানো হয়।

ক্যাম্প-১৫ এর সি ব্লক-৬ এর মাঝি মো. ইয়াছিন বলেন, বাড়ি থেকে একটু দূরে কোথাও হলে অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠাতে চায় না। কিন্তু এই শিক্ষাকার্যক্রম চলে রোহিঙ্গাদের বাড়িতে বাড়িতেই। তাই সব অভিভাবক আগ্রহ নিয়ে সন্তাদের শিক্ষাকেন্দ্র গুলোতে পাঠাচ্ছে। কিন্তু শিশুদের তুলনায় কেন্দ্রের সংখ্যা সীমিত। তাই অনেক শিশু শিক্ষার বাইরে থেকে যাচ্ছে। এরকম সেন্টার আরও চালু করা দরকার।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি রোহিঙ্গা শিবিরে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশ ও শিক্ষার্জনের জন্য এই ধরণের সেন্টার চালু রয়েছে। এই ধরণের সেন্টারের সংখ্যা প্রায় ২ হাজারের মত। বিভিন্ন এনজিও সংস্থা এগুলো বাস্তবায়ন করছে।

মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল দে সরকার বলেন, এই সেন্টার গুলোতে শিশুরা বেশ আগ্রহ নিয়ে আসে। তাদেরই স্বজাতীয় (রোহিঙ্গা) শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয়। তাছাড়া পাঠদান চলে খেলনার ছলে। এর ফলে এসব শিশুদের ফিজিক্যাল এবং মানসিক বিকাশ হচ্ছে। সব রোহিঙ্গা শিবিরে এই ধরণের সেন্টার চালু রয়েছে।

ক্যাম্প-১৫ এর ইনচার্জ (উপসচিব) ড. শফিক উদ্দিন বলেন, রোহিঙ্গা শিশুরা যে পড়াশোনা করছে এটা একটা ভাল দিক। অনেক শিশু মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পড়াশোনার কারণে তারা স্বাভাবিক হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT