প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের অন্যতম সমাজ কল্যাণ মুলক সংগঠন বৃহত্তর পাহাড়তলী সমিতি(রেজি নং-৩১৩/৭) নতুন কমিটি গঠন নিয়ে নিরসন কল্পে উপদেস্টা ও দায়িত্বশীলদের মধ্যে এক সমন্বয় সভা গত ২০ আগষ্ট রাত ৯ টায় সমিতির উপদেস্টা এডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে,মেয়াদোর্ত্তীন কমিটির আহবানকৃত আগামী ২৩/৮/২০১৯ ইং তারিখের সাধারণ সভা এবং বিগত ২/৮/২০১৯ ইং তারিখের তলবী সভায় গঠিত আহবায়ক কমিটি স্থগিত করা হয়। পরবর্তীতে সর্বসম্মতি ক্রমে আহবায়ক কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্টিত হবে।উক্ত সিদ্ধান্তের সফল বাস্তবায়ন বিষয়ে অত্র সমিতির সকল সদস্যদের সার্বিক ভাবে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে উপদেস্টার মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আবু তাহের,মাস্টার হোসাইনুল ইসলাম মাতবর,পৌর কাউন্সিলার আশরাফুল হুদা ছিদ্দিকি জামশেদ। দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আজিম সওদাগর,মোহাম্মদ নাছির উদ্দিন,মোহাম্মদ ইউচুপ সওদাগর,মোহাম্মদ রফিক,হাজী ছাবের আহাম্মদ,মাস্টার জসিম উদ্দিন,সৈয়দ আলম,আলমগীর আলম হিরু,জাহেদুল আলম রানা।
মন্তব্য করুন