মাহাবুবুর রহমান.
কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চুরের দল স্কুলের বেশ কয়েকটি তালা ভেঙ্গে স্কুলে ঢুকে সরকারের দেওয়া মূল্যবান ল্যাবটপ ও প্রজেক্টর সজ মূল্যবান সামগ্রি নিয়ে গেছে। বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বলেন,শুক্রবার বন্ধের পর যথরীতি শনিবার সকালে স্কুলের এসে দেখি স্কুলের প্রধান গেইট বা গ্রীলের তালা ভাঙ্গা এবং খুলা অবস্থায় আছে। পরে ভেতরে দিয়ে দেখি সহকারি শিক্ষকদের বসার রুম,প্রধান শিক্ষকের বসার রুমের দরজার তালা ভাঙ্গা। এবং সেই দুই রুমের সব আলমিরা এবং ছোট ড্রয়ারের সমস্ত তালা ভাঙ্গা এবং সব জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে খোঁজ করে দেখছি আলমিরার একদম ভেতরের ড্রয়ারের খুব সুরক্ষিত জায়গায় রাখা ল্যাবটপ আর প্রজেক্টর নেই। এছাড়া কিছু টাকা এবং বেশ কিছু প্রয়োজনীয় জিনিস পত্র চুরি হয়ে গেছে। বিষয়টি আমি তাৎক্ষিনক শিক্ষা অফিসার সহ সবাইকে অবগত করেছি এবং থানায় ডায়রি করার প্রস্তুতি চলছে। এদিকে জানা গেছে এর আগে শহরের সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই চুরের দল ল্যাবটপ সহ সব কিছু চুরি করে নিয়ে গিয়েছিল এখনো পর্যন্ত তার ও কোন হদিস মিলেনি। মূলত সম্প্রতী সহ প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ দিলেও পৌর এলাকার কোন স্কুলে নৈশ প্রহরী বা দপ্তরি না থাকায় বার বার চুরির ঘটনা বাড়ছে। এছাড়া চুরি হওয়া জিনিস পত্র গুলো বিভিন্ন অসাধু ক্রেতারা কিনছে বলে এ ধরনের ঘটনা বাড়ছে।
মন্তব্য করুন