মাহাবুবুর রহমান.
বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল। ১৪ এপ্রিল এই পহেলা বৈশাখ আয়োজনে ইতি মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ সাংস্কৃতিক সংগঠন। খোঁজ নিয়ে জানা গেছে শহরের ঐতিহ্যবাহী পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে বর্ষ বরণের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরেশ কান্তি দে জানান,১৪২৫ বাংলা কে বিদায় এবং ১৪২৬ বাংলা বরণ উপলক্ষে স্কুলে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ইতি মধ্যে সব কিছুর চড়ান্ত মহড়াও অনুষ্টিত হয়ে গেছে। এর মধ্যে আছে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান,গান,কবিতা,নাটক,হাডুডু খেলা,পান্তা ইলিশের আয়োজন সহ রয়েছে হরেক রকমের আয়োজন।
মন্তব্য করুন