কক্সঃ৭১
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম মাহফুজুর রহমান বলেছেন,প্রত্যেকটা মানুষের ভেতরে একটি সুপ্ত প্রতিভা থাকে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে সেই প্রতিভাকে বিকশিত করা গেলেই সে মানুষ সফল হয়। এবং যুব সমাজকে মাদক এবং ইভটেজিং থেকে দূরে থাকতে এবং সেখানেই অন্যায় অত্যাচার হবে যথা সম্ভব সেটার বিরুদ্ধে অবস্থান নিতে আহবান জানান তিনি। কক্সবাজার সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয় কতৃক আয়োজিত ইয়ুথ ইনলাইটেনমেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ৭ দিন ব্যাপী মাশরুল চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কারনে যুব সমাজ কর্মমূখি হচ্ছে বলে জানান। ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় আলীর জাহালস্থ সোসাইটির অফিসে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান,সদর উপজেলার দুই জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির ভুইয়া ও এস.এম সায়েম উদ্দিন। মাশরুম প্রশিক্ষক ও উপ সহকারী মাশরুম কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।ইয়েস সংগঠনের প্রধান নির্বাহী তারেকুর রহমান। অনুষ্টান সঞ্চালন করেন শাহ নিবরাজ।
মন্তব্য করুন