কক্স৭১
কক্সবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহামদ বলেছেন, বর্তমান সরকারের আমলে সব দিকে উন্নতী হচ্ছে ঠিক তেমনি ভাবে ক্রিড়াঙ্গনের ব্যাপক উন্নতী হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং উনার পরিবারের সকল সদস্য ক্রীড়া এবং সংস্কৃতির সাথে জিড় ছিল তাই,খেলাধুলার মর্ম উনারাই ভাল বুঝে। এছাড়া ফুটবল খেলা গায়ে শক্তি সৃষ্টি করে। মানুষকে সাহসী করে তোলে। ফুটবল মানুষের মধ্যে গতি বাড়িয়ে দেয়, চ্যালেঞ্জিং মনোভাব সৃষ্টি করে এবং সাহসী মানসিকতা সম্পন্ন মানুষ তৈরি করে। ফুটবলকে ভালোবাসো, ফুটবলকে ধরে রাখো। মাদক ও খারাপ মানুষ থেকে দূরে থাকো এবং জননেত্রী শেখ হাসিনার পাশে থাকো। গতকাল শুক্রবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় কক্সবাজার সরকারি কলেজ বনাম কক্সবাজার ডিসি কলেজের মধ্যে। খেলার ৩-০ গোলে জয়ী হয় কক্সবাজার সরকারি কলেজ।
উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ। এতে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন,কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন,কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম,জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী,জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হারুন অর রশিদ,জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্টান সঞ্চালন করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ। উল্লেখ্য বঙ্গবন্ধু ফুটবল র্টমানেন্টের এবারের কলেজ পর্যায়ের খেলার ১২ টি কলেজ ফুটবল দল অংশ নিচ্ছে।
মন্তব্য করুন