প্রেস বিজ্ঞপ্তি
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির অনান্য দৃষ্ঠন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই ধারাকে সামনে রেখে আমরা মহেশখালীকেও আরো এগিয়ে নিতে চাই।সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্ঠান্ত মহেশখালী উপজেলা। আমরা এই সম্প্রীতিকে ধারণ করে এগিয়ে যেতে চাই। প্রতি বছরের ন্যায় আমরা সকল ধর্মের অনুসারিদের ধর্মীয় উৎসব সার্বজনিন উৎসবে পরিণত করতে চাই। বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সংখ্যালঘুরা বিভিন্ন নির্যাতনের শিকার হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আগামি দূর্গোৎসবে নিরাপত্ত নিশ্চিত করতে প্রশাসনকে আরো সক্রিয় থাকতে হবে। কেউ বিশৃংখলা সৃষ্টি করতে চাই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি গতকাল বেলা ২টায় মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন পুজা মন্ডপে সরকারি ও ব্যক্তিগত আর্থিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রবাস চন্দ্র ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাসেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ব্রজগোপাল ঘোষ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রণব কুমার দে, মাতারবাড়ি আওয়ামী লীগের সভাপতি জিএম ছমিউদ্দিন, সাধারণ সম্পাদক এসএম আবু হায়দার, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, শাপলাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ।
মন্তব্য করুন