প্রেস বিজ্ঞপ্তি
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সফল প্রকল্প কমিউনিটি ক্লিনিক এখন সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবার অন্যতম ক্ষেত্র হিসাবে পরিগণিত হচ্ছে। এক সময় যারা এই জনমুখী প্রকল্প বন্ধ করে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছিল তারাই এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের সাধারণ মানুষ আর বিশ্বাস করে না। তারা জনগণের জন্য কাজ করেনি। হাওয়া ভবন সৃষ্টি করে দেশকে লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত করেছিল। তাই এই জনমুখী প্রকল্প সঠিকভাবে পরিচালনা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের জোরদার ভুমিকা রাখতে হবে। তিনি গতকাল বেলা ১২টায় মহেশখালী উপজেলার সকল ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনকালে এ কথা বলেন। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয়কারী ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ এসএম আশরাফুজ্জামান, মেডিকেল অফিসার রোগনিয়ন্ত্রণ। প্রশিক্ষণে উপস্থিত চেয়ারম্যান মেম্বারবৃন্দ প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবী জানালে প্রধান অতিথি তাতে সম্মতি জ্ঞাপন করেন, ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী স্থানীয়দের খাস কিংবা রেজিষ্টার্ড জিয়গা সরকারের নামে বন্দোবস্ত করে দিলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা সম্ভব বলে জানান। তিনি বলেন মোট আট শতক জায়গা কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য প্রয়োজন।
মন্তব্য করুন