৬ মে অনলাইন কক্সঃ৭১এ শহরের পাহাড়তলীতে ইয়াবা কিং আজিম আটক এবং আরো ১ ডজন অধরা শিরুনামে প্রকাশিত সংবাদের একাংশে জিয়ানগর এলাকার শাহনেওয়াজ এর নাম ব্যবহার করে যা লেখা হয়েছে তার সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মূলত আমি গরীব অসহায় দীর্ঘ দিন ধরে টমটম চালিয়ে বর্তমানে ধারদেনা করে নিজে একটি টমটমের গ্যারেজ দিয়েছে সেটা দিয়ে কোন মতে পিতা মাতা ভাইবোন নিয়ে সংসার চালাচ্ছি। মূলত এলাকার কিছু অসৎ লোক সাংবাদিকদের আমার ব্যাপারে ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি ইয়াবা বা অন্যকোন অন্যায় কাজের সাথে সামান্যতম জড়িত নই আমি এ বিষয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি। এ বিষয়ে অনেক ব্যবসায়ি গণ্যমান্য ব্যাক্তিবর্গ বলে শাহনেওয়াহ একজন ব্যবসায়ি সে অন্যকোন খারাপ কাজের সাথে জড়িত নয়। তাই উক্ত সংবাদে প্রশাসন বা কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ সহ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
শাহনেওয়াজ
পিতা ঃ সুলতান আহামদ
জিয়ানগর,পাহাড়তলী কক্সবাজার
মন্তব্য করুন