কক্সবাজারের জনপ্রিয় অনলাইন কক্সঃ৭১ এ খুরুশকুল দাপিয়ে বেড়াচ্ছে ২ ডজন ইয়াবা ব্যবসায়ি শিরুনামে প্রকাশিত সংবাদে মনুপাড়া মমতাজ মেম্বারের নামে যা লেখা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদের মমতাজ মেম্বারের ৩ স্ত্রীর কথা বলা হলেও বাস্ততে তার কোন ভিত্তিনেই। আমার একটাই স্ত্রী এবং পরিবার পরিজন নিয়ে সুখেই বসাবাস করছি। সংবাদে ইয়াবা ব্যবসার কথা বলে আমান সম্মানহানী করা হয়েছে বাস্তবতা হচ্ছে আমি এ ধরনের কোন কাজে জড়িত নেই। মূলত এলাকা কিছু শত্রু মহল সব সময় আমার বিরুদ্ধে প্রশাসন এবং সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে আমাকে বিপদে ফেলতে চাইছে। কিন্তু মহান আল্লাহ আমার সহায় আছে। আমি হলফ করে বলতে পারি কোন অন্যায় বা খারাপ কাজে আমি জড়িত নই। তা এলাকায় এসে সরজমিনে এসে তদন্ত করলেই স্পষ্ট হবে। তাই আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মমতাজ আহামদ(৮নং ওয়ার্ড)
সাবেক মেম্বার
খুরুশকুল,কক্সবাজার
মন্তব্য করুন