জনপ্রিয় অনলাইন কক্সঃ৭১ এ শহরের পাহাড়তলীতে ইয়াবা কিং আজিম আটক এবং আরো ১ ডজন অধরা শিরুনামে প্রকাশিত সংবাদের একাংশে স্টিলের আলমিরার দোকানের আড়ালে ইয়াবা ব্যবসায়ি হিসাবে আমার নামে যা লেখা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমি গরিবের ছেলে দীর্ঘ বছর আমি সহ আমরা ৩ ভাই অত্যন্ত কষ্ট করে আলমিরা তৈরির কাজ করে কোন মতে সংসার চালাচ্ছি। সম্প্রতী ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা কিছুটা সম্প্রসারণ করেছি। মূলত আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য এবং আমাকে বিপদে ফেলার জন্য কিছু অসৎ মানুষ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চায় এলাকার সমস্ত মানুষ এবং সঠিক ভাবে প্রশাসন তদন্ত করে যদি আমার বিরুদ্ধে ইয়াবা বা অন্যকোন অন্যায় কাজে জড়িত প্রমান পাওয়া যায় তাহলে জনসম্মুখে আমার বিচার করা হউক। আমি সম্পূর্ন নির্দোশ এলাকার কিছু অসৎ লোভী মানুষের লালসার স্বিকার হয়ে আমাকে অপরাধি বানানোর চেস্টা করা হচ্ছে। তাই আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিকে স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্ধ সহ অনেকের দাবী করেন জসিম উদ্দিন ইয়াবা ব্যবসা বা অন্যকোন খারাপ কাজের সাথে জড়িত নয়।
প্রতিবাদকারী
জসিম উদ্দিন
পিতাঃ নজির আহামদ বশির (প্রকাশ বশির মাঝি)
পাহাড়তলী কক্সবাজার
মন্তব্য করুন