প্রেস বিজ্ঞপ্তি
জীবন বাজি রেখে শেখ হাসিনা সেদিন দেশে ফিরেছিল বলে বাংলাদেশ আজ সারাবিশে^র কাছে রুল মডেল। এরজন্য শেখ হাসিনাকে কম ত্যাগ-বিসর্জন-নির্যাতন সহ্য করতে হয়নি। কিন্তু তারপরও তিনি তার প্রতিজ্ঞা থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হননি। তাঁর প্রচেষ্টায় আজ সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। শেখ হাসিনার হাতে দেশ পরিচালিত হলে শিগগিরই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ মে) ইফতার পূর্ব মুহুর্তে শহরের রেডিয়েন্ট ফিস ওয়াল্ডের সম্মেলন কক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা জানে আলম পুতুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. ফরিদুল ইসলাম, অ্যাড. বদিউল আলম, কামাল হোসেন চৌধুরী, নুরুল আবছার, শাহ আলম চৌধুরী, মাহবুবুল হক মুকুল, অ্যাড. রনজিত দাশ, আবুহেনা মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার বদিউল আলম, ইউনুছ বাঙালী, কাজী মোস্তাক আহমেদ শামীম, হেলাল উদ্দিন কবির, ড. নুরুল আবছার, এমএ মঞ্জুর, আবু তাহের আজাদ, মিজানুর রহমান, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের আজাদ, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ মুজিবুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ ও সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা হাজী এনামুল হক, নাজমুল হোসাইন নাজিম, সাইফুল ইসলাম চৌধুরী, আসিফুল মওলা, ডা. পরিমল দাশ, আতিক উল্লাহ কোম্পানী, সেলিম নেওয়াজ, সেলিম উল্লাহ, রফিক মাহমুদ, কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবু, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, হাসান মেহেদী রহমান, কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, শাহেদ আলী শাহেদ, শাহনেওয়াজ চৌধুরী, এবি ছিদ্দিক খোকন, ইমরুল কায়েস চৌধুরী, মিজানুর রহমান, নাসির উদ্দিন, ইউসুফ বাবুল, ওয়াহিদ মুরাদ সুমন, নুরুল আলম পেঠান, দুলাল দাশ, নুরুল ইসলাম দানু, জিয়া উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, শফিউল আলম বাঁশি, আব্দুল্লাহ আল মাসুদ আজাদ, আহমদ উল্লাহ, আজিমুল হক আজিম, বজল আহমেদ, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, জাফর আলম, সেলিম ওয়াজেদ, খোরশেদ আলম রুবেল, জহিরুল কাদের ভুট্টু, মেজবাহ উদ্দিন কবির, নুরু মোহাম্মদ, ফারুক আহমেদ মুন্না, আব্দুল মজিদ সুমন, জাফর আলম ও মো. ইলিয়াছ প্রমুখ।
পরে শত শত নেতাকর্মী পৌর আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন