কক্স৭১
কক্সবাজার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাসান আলী নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী এক ব্যক্তি।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঈদগাঁও থানায় মামলাটি দায়ের করেন একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাঁশকাটা এলাকার মৃত খুইল্যা মিয়ার ছেলে মোঃ ছৈয়দ আলম। মামলা নং ০৯/২৩, ধারা ৪০৬,৪২০।
অভিযুক্ত হাসান আলী ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধর্মের ছড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে এবং সদ্য বিলুপ্ত হওয়া ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।মামলার বিষটি নিশ্চিত করে আসামি হাসান আলিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির।
এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় একটি চিংড়িী ঘের নিয়ে বিরুধ দেখা দিলে সেটা বিচার মিমাংসা
খালটি পুনরুদ্ধার করে দেওয়ার কথা বলে হাসান আলীকে জানালে হাসান আলী দুই দফায় ৩ লাখ ৪৫ হাজার টাকা আদায় করেন। এ সময় তিনি বাদীকে এ সব টাকা দিয়ে এসপি এএসপি এবং ওসিকে ম্যানেজ করা হবে বলে জানান ।
অভিযোগ আছে হাসান আলীর পরিবারের বেশিরভাগ সদস্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার আপন ভাতিজা, চাচাতো ভাইসহ অন্তত পরিবারের ১০জন সদস্যদের নামে মাদকের মামলা রয়েছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করে হাসান আলী বলেন, ‘আমি সরকার দলীয় রাজনীতি করি এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। সেজন্য এই মিথ্যা ও বায়োয়াট অভিযোগ এনেছেন এলাকার একটি পক্ষ।
কারো কাছ থেকে একটি টাকা নিয়েছি এমন প্রমাণ কেউ দিতে পারবেনা জানিয়ে তিনি বলেন, ‘যে ব্যক্তি মামলার বাদী হয়েছেন তার কিছু জায়গা-জমি অন্য একটি চক্র দখল করে নিয়েছে; এতে তার পক্ষ হয়ে কাজ করিনি বলে তিনি আমার নামে ভিত্তিহীন কিছু অভিযোগ এনে একটি মিথ্যা মামলা করেছেন।
এ বিষয়ে ঈদগাও থানার ওসি গোলাম কবির বলেন,পুলিশের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানী করবে আর আইন তার জন্য ব্যবস্থা নেবেনা এটা েহতে পারে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।
মন্তব্য করুন