বার্তা পরিবেশক
কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়া পুরাতন কমার্স কলেজ রোড সংলগ্ন ফাতেমা মঞ্জিল একটি ঝুকিপুর্ণ ভবন। বেইজমেন্ট ফাইলিং বিহীন এ বিল্ডিং-নির্মাণ করার কারণে পাশ্ববর্তী রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনের মাঝে আতংকে বিরাজ করছে। এমন অভিযোগ এনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে এই ঝুকিপুর্ণ বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছেন।
স্থানীয় লোকজন আবেদনে জানান, ওই ভবনের পুর্বের মালিক মিজবাহ উদ্দিন জায়গাটি পুকুর হিসাবে খরিদ করে পরবর্তীতে তা ভরাট করে কোন ধরণের বেইসমেন্ট, ফাইলিং না করে স্থানীয় চাঁদাবাজ লোকজনদের সহায়তায় জোরপুর্বক তিন তলা ভবন নির্মাণ করে। যেকোন সময় এই ঝুকিপুর্ণ ভবনটি ধ্বসে পড়ে ব্যাপক প্রাণহানীর আশংকা রয়েছে। ওই ভবনের পাশে রাস্তা ছাড়াও অনেক ঘরবাড়ি রয়েছে। ভবনটি চরম ঝুকিপুর্ণ হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়তকারী শিক্ষার্থীর রাস্তা দিয়ে যাতায়তকালে সব সময় আতংকে থাকেন। বৃষ্টি হলেই ওই ভবনের পানি চলাচলের রাস্তায় পড়ে পুরো রাস্তায় গর্তের সৃষ্টি হচ্ছে। এই ভবনটি ভেঙ্গে ফেলা না হলে যেকোন সময় ভয়াবহ দুর্ঘটনার আশংকা রয়েছে। তাই তদন্ত সাপেক্ষে এই অবৈধ ভবন ও ভবন নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা আবেদনে দাবী জানান।
মন্তব্য করুন