কক্সবাজার রিপোর্ট
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার অন্যতম প্রধন ইয়াবা ব্যবসায়ি নুরুল আজিম কে গ্রেফতার করতে স্বক্ষম হওয়ায় সস্তির নিঃশ^াষ ফেলেছে এলাকাবাসী। শনিবার ভোর রাতে শহরের পাহাড়তলীস্থ রহমানিয়া মাদ্রাসার সামনের একটি বাসা থেকে আজিমকে গ্রেফতার করে বলে জানান স্থানীয় সমাজসেবক ফজল আহাম্মদ। তিনি বলেন,ভোর রাতে গুলাগুলির শব্ধশুনে এলাকার অনেকে আমাকে ফোন করে বলে পরে খবর নিয়ে জানতে পেরেছি পুলিশ চিহ্নিত মাদক সম্্রাট আজিমকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পরে শুনেছি অনেক কষ্ট করে তাদের গ্রেফতারে স্বক্ষম হয়েছে পুলিশ এ জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আইনশৃংখলা বাহিনিকে ধন্যবাদ জানাচ্ছি। একই এলাকার এড,আবু তাহের বলেন আমি শুনেছি এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ি আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে আজিম পুলিশের উপস্থিতি টের পেলে আরেকটি বাড়ির টিনের চাল দিয়ে পালানো সময় পুলিশকে সাহসিকতার সাথে ঝাপ দিয়ে তাকে আটক করে। সে জন্য পুলিশকে ধন্যবাদ জানাতে চায়। জানা গেছে পাহাড়তলী আবদুশুক্কুর প্রকাশ পান শুক্কুরের ছেলে নুরুল আজিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল এবং তার কারনে এলাকার অনেক উঠতি বয়সের ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে। এদিকে এলাকাবাসীর দেওয়া তথ্য মতে মূল গড ফাদার আটক হলেও এখনো আরেক গড ফাদার জহির হাজীর ছেলে ভুলু আটক হয়নি। আর ভুলুর ছত্রছায়ায় এখনো অনেক ছেলেরা ইয়াবা ব্যবসা করছে। এছাড়া পাহাড়তলীকে আরো অন্তত ১ ডজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ি আছে বলে জানান এলাকাবাসী তাদের দেওয়া তথ্য মতে ছৈয়দুল আলমের ছেলে শরীফ, আয়ুব(টেকনাফ)এহসান বর্তমানে ডুবাই শহীদুল্লাহ,ইসুলুঘোনার আরিফ, এছাড়া কিছুদিন আগে গ্রেফতার হয়ে জেল থেকে আসার নুর মোহাম্মদ(রোহিঙ্গা) এখন আবারো প্রকাশ্য ইয়াবা ব্যবসা করছে এবং তাকে সহায়তা করছে তার স্ত্রী। এছাড়া পাহাড়তলীর আবদুল মজিদের ছেলে হেলাল,পাহাড়তলীর খুনির মাঠএলাকার কায়েস,আজব বাহার প্রকাশ বৈদ্যনি কিছুদিন আগে ইয়াবা দিয়ে আটক হয়ে জেল ফেরম বর্তমানে তার ছেলে সলিম সহ প্রকাশ্য ইয়াবা ব্যবসা করছে। সিরাজের ঘোনা এলাকার হানিফ, ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানান। এবং দ্রুত তাদেরও আইনের আওতায় আনার দাবী জানান এলাকাবাসী।
মন্তব্য করুন