কক্সঃ৭১ রিপোর্ট
নান্টু দাশ বয়স ২৬ পেশায় একজন ধোপা। সংসার জীবনে তেমন আর্থিক স্বচ্ছলতা না থাকলেও মন তার অনেক বড়। প্রতিটি মানুষ প্রত্যাহিক জীবনে যেখানে টাকার পেছনে ছুটছে সেখানে আত্বমর্যাদা এবং সৎপথের আয় দিয়ে কোন মতে সংসার চালাতে বেশি সচ্ছন্ধ্য বোধ করেন গুটি কয়েক মানুষ,তাদের দলেই পড়ে নান্টু দাশ। কাপড় ধুতে গিয়ে পায়জামার পকেটে পাওয়া ২০ হাজার টাকা ফিরিয়ে দিয়ে সেটাই প্রমান করলেন তিনি। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে। জানা গেছে বড় মহেশখালী ইউনিয়নের ধুপি পাড়া এলাকার বাসিন্দা মৃত নিকুঞ্জ দাশ ও কুজলি দাশের ছেলে নান্টু দাশ(২৬) সে পেশায় একজন ধোপা। প্রতিদিনের মত কাপড় ধুতে গিয়ে হঠাৎ একটি পায়জামার প্যান্টের পকেটে বেশ কিছু টাকার বান্ডিল দেখে সেই টাকা গুনেও না দেখে পায়জামার মালিক মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আনোয়ার পাশা চৌধুরীর কাছে সমস্ত টাকা ফেরত দেয়।
এ ব্যপারে আনোয়ার পাশা চৌধুরী বলেন,৩ সেপ্টেম্বর আমি নিয়মিত কিছু কাপড় ধোপার বাড়িতে পাঠিয়েছিলাম। ৪ সেপ্টেম্বর ধোপা নান্টু দাশ সকলে আমি বাজারে বসা অবস্থায় এসে আমাকে বেশ কিছু টাকা দিতে চাইলে আমি কিসের টাকা জানতে চাইলে সে বলে এগুলো আমার পায়জামার পকেটে ছিল। কত টাকা জানতে চাইলে নান্টু দাশ বলে আমি গুনে দেখিনি, পরে দেখছি সেখানে ২০ হাজার টাকা আছে। আমি নান্টু দাশের সততায় বিস্মিত এবং আনন্দিত কারন বর্তমান সমাজে এখনো ভাল মানুষ আছে দেখে। যেখানে স্বঘোষিত নেতা হয়ে অনেকে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে টাকা মেরে দিচ্ছে। সেখানে ধোপা নান্টু দাশ যে সততা দেখিয়েছে সেটা বর্তমান সমাজে বিরল তাই আমি তার উজ্জল ভবিষ্যত কামনা করি এবং তার জন্য মনভরে দোয়া করছি।
মন্তব্য করুন