খোলা চিঠি৷
মাননীয় প্রধানমন্ত্রী,
সর্ব প্রথম আপনার প্রতি রইল স্বশ্রদ্ধ সালাম আর অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান, শ্রদ্ধা, ভালবাসা।
আপনি শুধু দেশনেত্রী নন,জনগণের মাথার ছায়া নন,এসবের উর্ধ্বে হলো আপনি একজন নারী,আপনি সন্তানদের একজন মমতাময়ী “মা” দেশমাতা জননী আপনি।
আপনি তো “মা”।আপনি কি বুজতে পারছেন না আপনার কন্যা সন্তানরা সমাজে নিরাপদে নেই।জানোয়ার রুপি কিছু মানুষের ধর্ষণের শিকার হচ্ছে প্রতিদিন, ফুল ফোটার আগে কলিগুলো নিমেষে শেষ করে দিচ্ছে এই সব নরপশু জানোয়াররা।
কেন আপনি চুপ??? কেন আপনি কোন ব্যবস্থা নিচ্ছেন না আপনার সন্তানদের জন্য???
আপনি তো সব পারেন কারণ আপনি তো নারী জাগরণের অগ্রদূত, ডিজিটাল বাংলাদেশের রুপকার, কারিগর এর চেয়ে বড় পরিচয় হলো আপনি বঙ্গ কন্যা….
আপনি হলেন বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি।
দেশমাতা, জননেত্রী, মমতাময়ী “মা”।
আপনি মায়ের কাছে আমরা হাজার হাজার কন্যারা কি নিরাপত্তার আশা করতে পারি না??
আর কত এভাবে মায়ের বুক খালি হবে?
আর কত বাবা তার আদরের রাজরাণীকে নরপশুদের হাতে বলি দিবে???আর কত ভাইয়েরা ফুটফুটে আদরের বোনকে হারাবে???আর কত মায়ের মতো বোনেরা তাদের আদরের ছোট্ট পরীর মতো বোনকে হারাবে???
বলেন আপনি????
একজন সন্তান হারানো মায়ের জায়গায় আপনাকে একটু বসিয়ে চিন্তা করেন কত না কস্ট একজন মায়ের.!!!
আপনি তো সব পারেন তবে কেন এসব ধর্ষণকারী নরপশুগুলোর শাস্তির কোন বিধান করছেন না???
কেন আপনি চুপ???
আপনার কাছে সকল নারীর হয়ে আমার আকুল আবেদন আপনি এসব নরপশুদের কঠোর শাস্তির বিধান করেন যাতে আর ছোট্ট ছোট্ট মেয়েগুলো আর এসব নরপশুদের বলি না হয়….কোন মায়ের, বাবার বুক যেন খালি না হয়।
কোন ভাই যেন বোন না হারায়।
কোন বোন যেন বোন না হারায়।
এমন শাস্তির বিধান হোক যাতে এসব নোংরা কাজগুলো করা তো দূরে থাক, কখনো এসব মনে ও না আসে।
আমার বিশ্বাস, আস্থা আপনার প্রতি আপনিই একমাএ আমাদের নারী সমাজের নিরাপত্তার একমাএ ছত্রছায়া।
আর চুপ থাকবেন না আপনি আমাদের নারী সমাজকে এসব কুলঙ্গার, নরপশু,জানোয়ারের এসব নোংরা ধর্ষণের হাত থেকে বাঁচান।
বাঁচান ছোটছোট অবুজ বাচ্চা মেয়েদের।
সঠিক ন্যায়বিচার পাচ্ছি না আমরা,ভিকটিমরা।
পুলিশ ধরে জেলে ডুকায় ধর্ষণকারীদের কিন্তু কি শাস্তি হয় এদের??? সর্বোচ্চ কয়েক মাস,বছর কারাদণ্ড??
এসব কোন বিচার না।
এমন বিচার ব্যবস্থা করেন যাতে এমন জগন্য কাজ, নোংরা কাজ আপনার স্বপ্নের বাংলাদেশে আর না ঘটে।মাথা উঁচু করে বাঁচতে দেন আমাদের নারী সমাজকে।
আপনার প্রতি বিশ্বাস, আস্থা রেখে এই আবেদনটি করলাম।
জানি ভুল করেছি, যদি ভুল করে থাকি ক্ষমা দৃস্টিতে দেখবেন
সর্বশেষ আপনার প্রতি সালাম,শ্রদ্ধা রেখে শেষ করলাম।
কখনো এভাবে লিখবো বা লিখতে হবে ভাবিনি…কিন্তু আজ নিজের বিবেক আর আবেগকের কাছে বারবার লজ্জিত হচ্ছি কোন সমাজে,কোন দেশে আমাদের বসবাস??কোথায় আমি,আপনি,আমার,আমরা,আমাদের, আপনি, আপনাদের সব নারীদের,মেয়েদের, আমাদের সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যত??
বিঃদ্রঃ লিখতে গিয়ে অনেক কিছু লিখা সবার মনের মতো হয় না।অনেক ভুলত্রুটি হয়ে থাকে।যদি এমন কোন ভুলত্রুটি চোখে পড়ে তাহলে ক্ষমা দৃস্টিতে দেখবেন আর ভুলটা বিবেচনা করে সঠিক বিবেচনা করতে সাহায্য করবেন।
লেখকঃহাকিমুন নেছা (বাপ্পি)
মন্তব্য করুন