মাহাবুবুর রহমান.
দূর্ণীতি দমন কমিশনের আয়োজনে কক্সবাজার সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত গণশুনানীতে অভিযোগের পাহাড়। এ সময় সাধারণ ভূক্তভোগী কতৃক উত্তাপিত বেশির ভাগ অভিযোগে অভিযোগ ১ সপ্তাহর মধ্যে সমাধানের আশ^াষ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১৮ এপ্রিল সকাল ১০ টা থেকে শুরু হওয়া গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার(তদন্ত) এ,এফ,এম আমিনুল ইসলাম। এতে সভাপতি ও মর্ডারেটরের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আবছার। এ সময় সাধারণ ভুক্তভোগীরা পল্লী বিদ্যূৎ,পরিবেশ অধিদপ্তর,সাব রেজিস্ট্রি অফিস,এল এ শাখা,ভূমি অফিস,ঢাকা ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের বিরুদ্ধে অর্ধশতাধিক অভিযোগ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব বিষয়ে দ্রুত সেবা প্রদান করার প্রত্যায় ব্যাক্ত করেন। এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।
মন্তব্য করুন