শিরোনাম :
বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী খুরুশকুল ফকির পাড়ায় জমি দখলের উদ্দেশ্যে বসতবাড়ীতে হামলা : আহত ৩

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান কক্সবাজার সিটি কলেজ১৩,২০৯জন শিক্ষার্থী ১৯১ শিক্ষক ঃ ১৫ বিষয়ে অনার্স ৬ বিষয়ে মার্স্টাস আছে

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, এপ্রিল ৭, ২০১৯
  • 431 বার সংবাদটি পড়া হয়েছে

 

 

মাহাবুবুর রহমান
ছোট দু,চালা ঘরে গুটি কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা কক্সবাজার সিটি কলেজ আজকে ৫ টি ভবন ১৩ হাজার ২০৯ জন শিক্ষার্থী,১৯১ জন শিক্ষক, নিয়মিত উচ্চ মাধ্যমিক পাঠক্রম বাদে ১৫ টি বিষয়ে অনার্স ৬ বিষয়ে মার্স্টাস নিয়ে দক্ষিণ চট্টগ্রামের সেরা শিক্ষা প্রতিষ্টান রুপান্তর হয়েছে। পর্যটন নগরী হলেও শিক্ষায় পিছিয়ে থাকা কক্সবাজার জেলাকে প্রতিদিন প্রতিনিয়ত উচ্চ শিক্ষায় এগিয়ে নিচ্ছে জেলার এই্ আলোকিত শিক্ষা প্রতিষ্টান।
কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অবস্থিত কক্সবাজার সিটি কলেজের ভেতরে গেলেই মনে হবে যেন কোন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসেছে। ৫ একর জমির উপর প্রতিষ্টিত এই কলেজ ক্যাম্পাসের বিস্তৃতির পরতে পরতে রয়েছে নিখুত সুন্দর্য্যরে হাতছানি। আর এই সফলতা এবং পূর্নতার বেশির ভাগই হয়েছে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে। সে জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্টানকে ধন্যবাদ জানিয়েছে জেলার সচেতন মহল। একই সাথে বর্তমান অধ্যক্ষ এবং কলেজ সভাপতির যোগ্য নেতৃত্ব এবং আন্তরিকতার ভূয়সী প্রসংশা করেছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজারের আলোকিত এই শিক্ষা প্রতিষ্টান কে আরো সামনে এগিয়ে নিয়ে কক্সবাজার কে উচ্চ শিক্ষার পাদপিট করার প্রত্যয় ব্যাক্ত করে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং জানান,১৯৯৩ সালে এই কলেজ প্রতিষ্টা হয়েছিল,এবং ঐ বছরের ২৯ জুলাই প্রথম ক্লাস শুরু হয়েছিল। তখনকার সময় কক্সবাজারের বেশ কয়েকজন শিক্ষানুরাগী মানুষজনের আন্তরিক প্রচেস্টায় এই কলেজের যাত্রা শুরু। আমি উনাদের শ্রদ্ধার সাথে স্বরণ করি। আজকের সিটি কলেজ দক্ষিণ চট্টগ্রামের একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্টান। আমাদের কলেজে উচ্চ মাধ্যমিক,ডিগ্রির নিয়মিত বিষয় ছাড়াও ১৫ টি বিষয়ে অনার্স আছে সেগুলো হচ্ছে বি.এ (অনার্স) বাংলা,ইংরেজি,ইসলামের ইতিহাসও সংস্কৃতি এবং দর্শন।বি.এস.এস (অনার্স) অর্থনীতি,রাষ্ট্র বিজ্ঞান,ও সমাজ বিজ্ঞান। বি.বি.এ (অর্নাস) হিসাব বিজ্ঞান,ব্যবস্থাপনা,ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং মার্কেটিং। বি.এস.সি (অর্নাস) পদার্থ বিজ্ঞান,ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিফিউলার এবং বায়োলজি। প্রফেসনাল কোর্সে অনার্স আছে বি.বি.এ ইন ট্যূরিজম এন্ড হসপিটালিটি এন্ড ম্যানেজমেন্ট বি.এস.সি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়া থিয়েটার স্টাডিস এবং লাইব্রেরী সাইন্স বিষয়ে শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। এছাড়া মাস্টার্স (প্রিলিমিনারী) বিষয় হিসাবে হিসাব বিজ্ঞান,ব্যবস্থাপনা,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,রাষ্ট্র বিজ্ঞান,সমাজ বিজ্ঞান ও অর্থনীতি। একই সাথে এই ৬ টি বিষয়ে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার ব্যবস্থা আছে। অন্যদিকে ¯œাতন(পাস) বি.এ,বি.এস.এস এবং বি.বিএ বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু আছে। আর নিয়মিত ভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভূক্ত ব্যবসায় ব্যবস্থপনা কোর্সে হিসাব রক্ষণ,ব্যাংকিং,উদ্যোক্তা উন্নয়ন,সেক্রেটারিয়েল সায়েন্স এবং কম্পিউটার অপারেশন এছাড়া বাংলাদেশ উন্মোক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি(পাস) বিষয়ে লেখাপড়া চলছে। কলেজ অধ্যক্ষ ক্য থিং অং বলেন,মূলত আওয়ামীলীগ সরকারের আমলে কলেজের সফলতা এবং উন্নয়ন এসেছে। সে জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকার এবং শিক্ষা প্রশাসনকে ধন্যবাদ। একই সাথে সিটি কলেজ এই এলাকাতে হাজার হাজার উচ্চ শিক্ষিত মানুষ তৈরি করতে পারছে এটাই বড় পাওয়া। আমি বা আমরা চিরদিন থাকবো না কিন্তু এই শিক্ষা প্রতিষ্টান মাথা তুলে দাড়িয়ে থাকবে এটা আমার চাওয়া। এবং এই কলেজকে আরো উচ্চ শিক্ষা প্রতিষ্টানে তৈরি করার চেস্টা আছে আমার।
আলাপ কালে সিটি কলেজের প্রতিষ্টাকালিন শিক্ষক এবং বর্তমান উপাধ্যক্ষ জাফর সাদেক বলেন,দু,চালা টিনসেট ঘর,গুটি কয়েকজন শিক্ষক শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু। কিন্তু আল্লাহর রহমতে আজকে কলেজে ১৩ হাজার ২০৯ জন শিক্ষার্থী আছে এর মধ্যে ৭ হাজার ৪০৮ জন ছাত্র এবং ৫৮০১ জন ছাত্রী। এছাড়া কলেজের শিক্ষক সংখ্যা ১৯১ জন আর কর্মচারী সংখ্যা ৩১ জন। ৫ টি ভবন আছে এর মধ্যে ২ টি ভবন কলেজের নিজস্ব অর্থায়নে করা।তিনি বলেন,কলেজের বেশির ভাগ উন্নয়ন হয়েছে গত ১০ বছরে। মূলত আওয়ামীলীগ সরকারের সময় কলেজের সফলতাই সব চেয়ে বেশি। পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জেবুননেছা জানান,আমি ১৯৯৯ সালে এই কলেজে যোগদান করেছি সেই সময়ে সিটি কলেজ আর আজকের সিটি কলেজ আসমান জমিন পার্থক্য। মনে হচ্ছে এটা স্বর্ণযুগ,শুরুর দিকে বিজ্ঞান শিক্ষার্থী ছিল খুবই কম,২০/৩০ শিক্ষার্থী নিয়ে আমরা বিজ্ঞান বিভাগ চালু রেখেছি কিন্তু আজকে সব আসন পরিপূর্ন। প্রথম বর্ষে এখন শিক্ষার্থী সংখ্যা ২২৭ আর দ্বিতীয় বর্ষে ২১২ জন। আমি মনে করি কক্সবাজার সহ আশপাশের জেলাতে কক্সবাজার সিটি কলেজই বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা পাচ্ছি ডি,সি গ্রেডের শিক্ষার্থী তাদের আমরা উন্নত পরিবেশে আধুনিক ব্যবস্থাপনায় শিক্ষা দিয়ে এপ্লাস নিয়ে আসছি। তিনি বলেণ,দক্ষিণ চট্টগ্রামে এই কলেজের মত কোন উন্নত শিক্ষা প্রতিষ্টান নেই।এতে আমাদের কক্সবাজারের ছেলে মেয়েরা বাড়িতে থেকে কম খরচে উচ্চ শিক্ষা পাচ্ছে এটা আমাদের জন্য সব চেয়ে বড় পাওয়া। আর কলেজের সামগ্রিক উন্নতির পেছনে কলেজের অধ্যক্ষ এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতির যোগ্যতা এবং আন্তরিকতাই সব চেয়ে বেশি। উনাদের প্রচেস্টার ফলে আজকে কক্সবাজারবাসী একটি বিশ্ববিদ্যালয় মানের শিক্ষা প্রতিষ্টান পেয়েছে। নবীন যোগদান করা শিক্ষকের মধ্যে অধ্যাপক জসিম উদ্দিন বলেণ,১৩ হাজার শিক্ষার্থী প্রায় ২০০ শিক্ষক নিয়ে এতবড় শিক্ষা প্রতিষ্টান দক্ষিণ চট্টগ্রারে আর আছে বলে আমার মনে হয় না। যদি এই কলেজ না থাকলে কক্সবাজারের এত বিপুল পরিমান শিক্ষার্থী কোন যেত ? নিশ্চই তাদের বেশি টাকা খরচকরে ঢাকা চট্টগ্রাম যেতে হতো। তাই সিটি কলেজ কক্সবাজারবাসীর জন্য আর্শিবাদ। আর আমি এই কলেজের একজন হতে পেরে গর্বিত।
গতকাল সরজমিনে গিয়ে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী নাসরিন,আইরিন,নাফিসা,আবছার কামাল,মহিউদ্দিন সহ বেশ কয়েক জন শিক্ষার্থী বলেন,সিটি কলেজের ক্যাম্পাসে ঢুকলে যে কারো মন ভাল হয়ে যাবে। এখানে শহীদ মিনার সহ সুন্দর পরিপাটি ফুলের বাগান এবং আধুনীক ক্লাস রুম সব কিছুই বেশ গুছানো। এছাড়া অনেক কলেজে শুনি নিয়মিত ক্লাস হয় না কিন্তু সিটি কলেজে নিয়মিত যেকোন ক্লাস হয়। এবং ক্লাসেই পাঠ আদায় করে থাকে। মোট কথা এই কলেজের গুনগত মান বেশ ভাল। সব চেয়ে বড় কথা বাড়ির কাছেই অনার্স মাস্টার্স শেষ করতে পারছেএটা ছোট ব্যাপার না। যেমন আমাদের নিজের ভাই বোনেরা চট্টগ্রামে গিয়ে মাস্টার্স শেষ করেছে আর এখন আমরা ঘরে বসে শেষ করতে পারবো।
কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী বলেন,আসলে অনেক ব্যাক্তির গুনগুনের উপর প্রতিষ্টানের সফলতা এবং উন্নতী নির্ভর করে। আমার মতে সিটি কলেজের বর্তমান অধ্যক্ষ ক্য থিং অং একজন আদর্শ শিক্ষক এবং দক্ষ পরিচালক উনার চিন্তার বহিপ্রকাশ হিসাবেই সব কিছু খুবই সুন্দর ভাবে গড়ে উঠছে। আমি অনেক অধ্যক্ষকে দেখেছি কলেজ ছাড়াই আরো অনেক কিছুর সাথে সম্পৃক্ত কিন্তু সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অংকে কলেজ ছাড়া আর কোন চিন্তা করতে দেখিনি সে জন্য কলেজের সার্বিক উন্নয়ন হয়েছে। আর কক্সবাজারের এত ছেলে মেয়েযে কম খরচে বাড়িতে বসে উচ্চ শিক্ষা পাচ্ছে এটা অনেক বড় বিষয়। এ জন্য তাদের ধন্যবাদ পাওয়া দরকার।
এ ব্যপারে সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন বলেন,আমি ১৯৯৬ সালে এমপি হওয়ার পরে সিটি কলেজের দায়িত্ব নেওয়া কালিন একটি ছোট ভবন ছিল ২৫০ জন শিক্ষার্থী ২৩ জন শিক্ষক ছিল। এর পরে আমি উন্নয়নের হাল ধরেছি। পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে সিটি কলেজ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছিল এবং কোথাও একটি ইটও বসাতে পারেনি। এর পরে ২০০৮ সালে আবারও এমপি হয়ে উন্নয়নের হাল ধরেছি ফলে এখন কি অবস্থা সেটা সবাই জানে। আর সব কিছুর পেছনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। উনি রাষ্ট্রক্ষমতায় আছে বলেই দেশের সামগ্রিক উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারাবাহিকতায় সিটি কলেজের উন্নয়ন সম্ভব হয়েছে। আমি সিটি কলেজ নিয়ে যেখানেই গেছি সেখান থেকেই সাড়া পেয়েছি তাই আজকের এই সফলতা। এছাড়া কলেজ পরিচালনা কমিটির সকল সদস্য বর্তমান অধ্যক্ষ,উপাধ্যক্ষ সহ সকল শিক্ষকদের আন্তরিক প্রচেস্টা আছে বলেই সিটি কলেজ দ্রুত উন্নতীর শিখরে পৌছেছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT